নিজস্ব প্রতিবেদন : প্রকাশ্যে এল Xiaomi-এর বাজেট স্মার্টফোন সিরিজের নতুন ফোন Redmi 8। ওয়াটারড্রপ নচ ও ইউএসবি টাইপ সি থাকবে Redmi 8-এ। মঙ্গলবার লিক হল Redmi 8-এর গোপন রেন্ডার। Xiaomi উত্সাহী সুধানশু অম্ভোরে মঙ্গলবার তাঁর টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করলেন Redmi 8-এর রেন্ডার। সেই রেন্ডার থেকে স্পষ্ট Redmi 8-এ থাকছে ওয়াটারড্রপ নচ। ক্যামেরার পেছনের অংশে ক্যাপসুল শেপের হাউজিংয়ের মধ্যে থাকছে ডুয়াল ক্যামেরা সেনসর। ক্যামেরা হাউজিংয়ের তলার অংশেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



কিন্তু 8A-এর পর কেন তড়িঘড়ি Redmi 8-এর বিষয়ে উঠে পড়ে লাগল Xiaomi? টেক বিশেষজ্ঞরা মনে করছেন Realme-এর কম বাজেটের ফোনগুলিকে টক্কর দিতেই নতুন ফোন আনতে চলেছে Xiaomi। 


 



প্রযুক্তি বিষয়ক পোর্টাল টিপস্টারে লিক হওয়া স্পেশিফিকেশন অনুযায়ী Android 9 অপারেটিং সিস্টেম থাকছে Redmi 8-এ। প্রসেসর Qualcomm Snapdragon 439 SoC। Redmi 8A এবং Redmi 7A-তেও রয়েছে একই প্রসেসর। 


আরও পড়ুন: এক বছর জলের তলায় পড়ে থেকেও দিব্বি সচল রইল iPhone! ভাইরাল হল ভিডিয়ো


তবে ফোনের ব্যাপারে এর বেশি কিছু তথ্য এখনও জানা যায়নি। গত সপ্তাহে ভারতে Xiaomi প্রধান মনু জৈন Redmi 8A-এর প্রকাশের সময়েই Redmi 8-এর বিষয়ে জানিয়েছিলেন। চলতি মাসের শেষে বা আগামী মাসেই লঞ্চ হবে Redmi 8।