নিজস্ব প্রতিবেদন: আজ বিক্রি শুরু Redmi Note 8-এর। গত ২১ অক্টোবর ভারতে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। সাধ্যের মধ্যেই দুর্দান্ত ফিচারের এই স্মার্টফোন ভাল রিভিউও পেয়েছে একাধিক প্রযুক্তি পোর্টালে। দীপাবলির আগে ফ্ল্যাশ সেলের মাধ্যমে বাজারে আসার পর ক্রেতাদেরও মন জয় করেছিল এই স্মার্টফোন। আসুন এক নজরে দেখে নেওয়া যাক Redmi Note 8-এর দাম ও স্পেসিফিকেশন...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Redmi Note 8-এর স্পেসিফিকেশন ও দাম:


১) Redmi Note 8 -এ থাকছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ যার মধ্যে রয়েছে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল (ওয়াইড অ্যাঙ্গেল লেন্স) + ২ মেগাপিক্সেল (ম্যাক্রো লেন্স) + ২ মেগাপিক্সেল (ডেপ্থ সেন্সর)। সেলফির জন্য থাকছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর।


২) তিনটি সংস্করণে লঞ্চ হচ্ছে Redmi Note 8। ৪ জিবি RAM+ ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৬ জিবি RAM+ ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সানে প্রকাশিত হচ্ছে Redmi Note 8। থাকছে Qualcomm Snapdragon 665 প্রসেসর।


৩) Redmi Note 8 ফোনে থাকছে ৪,০০০ mAh ব্যাটারি। এর সঙ্গেই থাকছে ১৮W ফাস্ট চার্জ সাপোর্ট।


আরও পড়ুন: সস্তা এবং টেকসই- শীঘ্রই প্রকাশ্যে ওয়াটারপ্রুফ Nokia 800 Tough


৪) অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে Android 9.0।


৫) থাকছে ৬.৩০ ইঞ্চি ডিসপ্লে। ফোনের উপরে ছোট্ট নচে থাকছে সেলফি ক্যামেরা। ডিসপ্লে রেজোলিউশন ১০৮০ x ২২৮০ পিক্সেল।


৬) ৪ জিবি RAM + ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ৯,৯৯৯ টাকা, ৬ জিবি RAM + ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ১২,৯৯৯ টাকা। আজ বেলা ১২টা থেকে Amazon.in এবং Mi.com-এ Redmi Note 8-এর বিক্রি শুরু।