ফের সবাইকে টেক্কা দিয়ে শীর্ষে রিলায়েন্স জিও
ওয়েব ডেস্ক: আবার সবাইকে টপকে গিয়ে শীর্ষে চলে গেল রিলায়েন্স জিও । এমনিতেই জিও –র জন্য টেলিকম দুনিয়ায় প্রতিযোগিতার ঝড় চলছে। একের পর এক নতুন অফার নিয়ে আসছে। তার মধ্যে আবার খুশির খবর জিও গ্রাহকদের জন্য।
ট্রাইয়ের রিপোর্ট অনুযায়ী, জুনের রিপোর্টে জানা গিয়েছে, ৪জি ডাউনলোড স্পীডে সবাইকে টেক্কা দিয়ে শীর্ষে পৌঁছে গেল জিও । জুনে জিও –র ডাউনলোড স্পীড ১৮ মেগাবাইট প্রতি সেকেন্ডে ছিল।
প্রসঙ্গত, গত সাত মাস ধরে ডাউনলোড স্পীডে রেকর্ড করেছে জিও । সবথেকে বেশি স্পীড দিয়ে শীর্ষে রিলায়েন্স জিও ।