ওয়েব ডেস্ক: রিলায়েন্স জিও-র ওয়েলকাম অফার ঘোষণার পর থেকেই টেলিকম দুনিয়ায় প্রতিযোগিতার ঝড় বয়ে গিয়েছে। অন্যান্য সমস্ত সার্ভিস প্রোভাইডরগুলিও তাদের ডেটা ট্যারিফ, কল চার্জ কমিয়ে দিতে শুরু করেছে। বাড়িয়ে দিয়েছে কম টাকায় আনলিমিটেড পরিষেবা। কিন্তু এই বিনামূল্যে আনলিমিটেড ডেটা, ভয়েস কল, ভিডিও-র পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার কথা এই বছরই ৩১ ডিসেম্বরে। কিন্তু সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে, সম্ভবত আরও ৩ মাস এই অফারের সময়সীমা বাড়িয়ে দিচ্ছে রিলায়েন্স জিও। অর্থাত্‌, সম্ভবত ২০১৭-এর মার্চ পর্যন্ত ওয়েলকাম অফারের সময়সীমা বাড়তে চলেছে। জানা গিয়েছে, রিলায়েন্স জিও আদৌ ওয়েলকাম অফারের সময়সীমা বাড়াচ্ছে কীনা, তা সম্পর্কে ঘোষণা করবে ২৮ ডিসেম্বর তারিখে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বিশ্বের সেরা ১০ হ্যান্ডসামের তালিকায় তৃতীয় ঋত্ত্বিক রোশন!


জিও-র ডেটা প্ল্যানের মধ্যে পাওয়া যাচ্ছে ১ জিবি ৫০ টাকায়।


১৪৯ টাকার প্ল্যানে গ্রাহকেরা পাবেন- বিনামূল্যে লোকাল এবং এসটিডি ভয়েস কল, ফ্রি রোমিং, ১০০ এসএমএস, ০.৩ জিবি 4G ডেটা।


৪,৯৯৯ টাকার প্ল্যানে গ্রাহকেরা পাবেন- ৭৫ জিবি 4G ডেটা, আনলিমিটেড 4G পরিষেবা সারারাত। এই অফারের বৈধতা ২৮ দিনের।


আরও পড়ুন প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ করতে গিয়ে এ কী ভুল করে বসলেন যুবি!