ওয়েব ডেস্ক:  বিজ্ঞাপন হল। বিপণন হল। হল 'বিজ্ঞাপন'। কেবল হল না ব্যবসা। জিও লঞ্চ করার ৬ মাস পর রিলায়েন্সের ক্ষতি ২২.৫০ কোটি। 


টেলিকম দুনিয়ায় 'জিও বিপ্লব' ভারতে ইন্টারনেট ব্যবহারের অভ্যাসটাই বদলে দিয়েছে। এটা ধ্রুব সত্য। সাধিত হয়েছে এক আমূল পরিবর্তন। এটাও সত্যি। তবে যে উদ্দেশ্যকে মাথায় রেখে রিলায়েন্স এই কর্মযজ্ঞে নেমেছিল, তাতেই ডাহা ফেল হল মুকেশ আম্বানির টেলিকম সংস্থা। সেপ্টেম্বরে লঞ্চ হয়েছিল রিলায়েন্সের জিও। তারপর কেটে গেল ৬ মাসেরও বেশি সময়, এখনও ১ পয়সাও লাভ হয়নি রিলায়েন্সের।  অক্টোবর ২০১৬ থেকে ২০১৭ সালের মার্চ ৩১-এই ছয় মাসে লাভের মুখই দেখেনি রিলায়েন্স জিও। উল্টে ৬ মাসে রিলায়েন্সের ক্ষতি হয়েছে ২২.৫০ কোটি টাকা। গত বছরেও লসে রান করেছিল মুকেশ আম্বানির রিলায়েন্স। তবে এবারের ক্ষতির পরিমাণ গতবছরের প্রায় তিন গুণ। ৭.৪৬ কোটি টাকা ক্ষতির অঙ্ক মাথায় রেখেই নতুন আর্থিক বছরে নতুন ভাবে যাত্রা শুরু করেছিল মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রি। ২০১৭ আর্থিক বছরে সেই ক্ষতির পরিমাণ আরও বাড়ল, ক্ষতির কথা জানিয়েছে খোদ রিলায়েন্স।