এত শস্তায় ফোর জি প্রকল্পে আনার পিছনে রিলায়েন্সের আসল উদ্দেশ্যটা কী
দেশের মোবাইল পরিষেবা ক্ষেত্রে নয়া পর্বের সূচনা করল মুকেশ আম্বানির রিলায়েন্স জিও প্রকল্প। নতুন এই ফোর জি প্রকল্পে রিলায়েন্স জিওর গ্রাহকদের ডমেস্টিক ভয়েস কল ফ্রি, লাগবে না রোমিং চার্জ, ডাটা ট্রান্সফারের চার্জও হবে শস্তা। আজ এই নয়া প্রকল্প ঘোষণা করলেন মুকেশ আম্বানি।
ওয়েব ডেস্ক: দেশের মোবাইল পরিষেবা ক্ষেত্রে নয়া পর্বের সূচনা করল মুকেশ আম্বানির রিলায়েন্স জিও প্রকল্প। নতুন এই ফোর জি প্রকল্পে রিলায়েন্স জিওর গ্রাহকদের ডমেস্টিক ভয়েস কল ফ্রি, লাগবে না রোমিং চার্জ, ডাটা ট্রান্সফারের চার্জও হবে শস্তা। আজ এই নয়া প্রকল্প ঘোষণা করলেন মুকেশ আম্বানি।
আরও পড়ুন- 'জিও'-তে 'ওয়েলকাম অফার', সবটাই ফ্রি! দেখে নিন সম্পূর্ণ ট্যারিফ প্ল্যান
পাঁচ সেপ্টেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত, এই চার মাস গ্রাহকদের জন্য ফ্রি ওয়েলকাম অফার দেবে রিলায়েন্স জিও। এই প্রকল্পে চার মাস ডাটা ব্যবহারে কোনও চার্জ লাগবে না। এরপর গ্রাহকদের কথা মাথায় রেখে চালু করা হবে একাধিক শুল্ক ব্যবস্থা। যাঁরা অনিয়মিত মোবাইল ফোন ব্যবহার করেন তাঁদের জন্য থাকছে দৈনিক ৪৯ টাকার স্কিম। যাঁরা কম মোবাইল ব্যবহার করেন তাঁদের জন্য থাকছে মাসে ১৪৯ টাকার স্কিম। যাঁরা প্রচুর ডাটা ব্যবহার করেন তাঁদের জন্য চালু হবে মাসে চার হাজার ৯৯৯ টাকার প্রকল্প।
আরও পড়ুন- এবার ৮০ টাকাতেই পাবেন ১ GB ৪জি ডেটা ও ফ্রি কল
খূব অল্প সময়ে দশ কোটি গ্রাহককে এই স্কিমের আওতায় আনতে চায় রিলায়েন্স জিও। এছাড়াও LYF ব্র্যান্ডের আওতায় শস্তার মোবাইল হ্যান্ডসেট আনছে রিলায়েন্স। এই সেটের দাম হবে ২,৯৯৯ টাকা। মুকেশ আম্বানি জানিয়েছেন, ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে দেশের জনসংখ্যার ৯০ শতাংশকে রিলায়েন্স জিওর পরিষেবার আওতায় আনা হবে। এই পরিষেবার আওতায় থাকবে ১৮ হাজার শহর ও ২ লক্ষ গ্রাম। ডাটার স্পল্পতা থেকে ডাটার প্রাচুর্যে পৌছে যাওয়াই রিলায়েন্স জিও প্রকল্পের লক্ষ্য।