২৫১ টাকায় এবার ১০২ জিবি ডেটা দিচ্ছে জিও!
এই অফার ছাড়াও আরও একটি অনলাইন গেম চালু করল জিও। `জিতো ধন ধনা ধন` নামে অফারে ১১টি ভারতীয় ভাষায় স্মার্টফোন ব্যবহারকারীরা এই গেম খেলতে পারবেন।
নিজস্ব প্রতিবেদন : প্রিপেড গ্রাহকদের জন্য ফের বড় অফার নিয়ে এল রিলায়েন্স জিও। ২৫১ টাকায় এবার ৫১ দিনের জন্য ১০২ জিবি ডেটা দিচ্ছে তারা। সঙ্গে থাকছে আরও অফার। আসন্ন আইপিএল মরশুমকে মাথায় রেখেই এই নতুন অফার আনা হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
আরও পড়়ুন- বাজারে এল এয়ারটেলের ৬৪৯ ইনফিনিটি পোস্টপেড অফার
এক প্রেস বিবৃতিতে জিও-র তরফে জানানো হয়েছে, আসন্ন ক্রিকেট মরশুমে যাতে জিও-র গ্রাহকরা খেলার লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা পান তার জন্যই এই নতুন অফার আনা হল। তবে, ৫১ দিন ধরে চলা আইপিএল শেষ হওয়ার পর আর এই অফার থাকবে কী না তা পরিষ্কার করে জানানো হয়নি সংস্থার তরফে।
আরও পড়ুন- এবার ব্যাঙ্ক খুলল Jio, দেখে নিন মিলবে কী কী সুবিধা
এই অফার ছাড়াও আরও একটি অনলাইন গেম চালু করল জিও। 'জিতো ধন ধনা ধন' নামে অফারে ১১টি ভারতীয় ভাষায় স্মার্টফোন ব্যবহারকারীরা এই গেম খেলতে পারবেন। জিও অ্যাপের মাধ্যমে এই প্রতিটি সুবিধা মিলবে।