ওয়েব ডেস্ক: রিলায়েন্সের জিও অফার কোনও রকম নিয়মের উল্লঙ্ঘন করছে না, সাফ জানিয়ে দিলেন টেলিকম অথরিটি অব ইন্ডিয়ার চেয়ারম্যান আরএস শর্মা। তিনি এও জানিয়ে দেন রিলায়েন্সের জিও অফার নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তাতে কোনও রকম প্রভাবই পড়বে না রিলায়েন্সের ওপর, উল্টে টেলিকম বিরোধ নিস্পত্তি আপীল ট্রাইব্যুনালের কাছেও ট্রাই যে রিপোর্ট দেবে সেখানে রিলায়েন্সের জিও অফারে কোনও রকম জালিয়াতির বিষয় থাকবে না বলেই ইঙ্গিত রয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



ট্রাইব্যুনালের কাছে নথি পেশ করার প্রসঙ্গে টেলিকম অথরিটি অব ইন্ডিয়ার চেয়ারম্যান আরএস শর্মা বলেন, "এটা একটা আইনি পক্রিয়া। আমি এটা বিশ্বাস করি এবং মেনে চলি যে, প্রত্যেকের আইনি পক্রিয়ায় অংশগ্রহন করার অধিকার আছে। প্রত্যেক মাসেই একশোর ওপর প্ল্যান নথিভুক্ত হয় (ভয়েস প্ল্যান, ইন্টারনেট প্ল্যান)। রিলায়েন্সের জিও অফার নিয়ে অন্যান্য টেলিকম সংস্থার আপত্তি রয়েছে। সেটা দেখেই আমরা নথি সংগ্রহ করছি এবং তার রেকর্ড রাখছি। রেকর্ডই সব বলবে, কোনটা ঠিক কোনটা ভুল।"