ট্রাইয়ের স্পিড টেস্টে এয়ারটেলকে পিছনে ফেলে প্রথম জিও
ট্রাইয়ের পরীক্ষায় ভাল রেজাল্ট করল জিও। স্পিড টেস্টে ভারতের বৃহৎ টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল এবং আইডিয়া সেলুলারকে পিছনে ফেলে এক নম্বরে উঠে এল মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। জানুরারি, ফেব্রুয়ারি, মার্চ এই তিন মাসের যে রিপোর্ট টেলিকম অথিরিটি অব ইন্ডিয়া পেশ করেছে তাতে টানা তিন মাসেই ধারাবাহিকভাবে এক নম্বরেই থেকেছে জিও। প্রথম মাসে ১৭.৪৩ এমবিপিএস, দ্বিতীয় মাসে ১৬.৪৯ এমবিপিএস, তৃতীয় মাসে ১৮.৪৯ এমবিপিএস, তিন মাসের গড় করলে যা দাঁড়ায় ১৭.৪৭ এমবিপিএস।
ওয়েব ডেস্ক: ট্রাইয়ের পরীক্ষায় ভাল রেজাল্ট করল জিও। স্পিড টেস্টে ভারতের বৃহৎ টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল এবং আইডিয়া সেলুলারকে পিছনে ফেলে এক নম্বরে উঠে এল মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। জানুরারি, ফেব্রুয়ারি, মার্চ এই তিন মাসের যে রিপোর্ট টেলিকম অথিরিটি অব ইন্ডিয়া পেশ করেছে তাতে টানা তিন মাসেই ধারাবাহিকভাবে এক নম্বরেই থেকেছে জিও। প্রথম মাসে ১৭.৪৩ এমবিপিএস, দ্বিতীয় মাসে ১৬.৪৯ এমবিপিএস, তৃতীয় মাসে ১৮.৪৯ এমবিপিএস, তিন মাসের গড় করলে যা দাঁড়ায় ১৭.৪৭ এমবিপিএস।
জিও'র থেকে তুলনামূলক ভাবে পিছিয়েই রয়েছ এয়ারটেল, ট্রাইয়ের রিপোর্ট দাবি করছে এমনই। জানুয়ারিতে ১১.২৫ এমবিপিএস, ফেব্রুয়ারিতে ১০.৪৪ এমবিপিএস, মার্চে ৯.১৪ এমবিপিএস, গড় হিসেবে এয়ারটেলের তিন মাসের ৪জি ডাউনলোড স্পিড ১০.২৭ এমবিপিএস। সেখানে আইডিয়ার গড় স্পিড ১১.০৬ এমবিপিএস।