নিজস্ব প্রতিনিধি:  গত ২৪ অগাস্ট শুরুর পর তিন দিনের মাথায় বন্ধ করে দেও্য়া হয় জিও ফোনের বুকিং। বিপুল সংখ্যাক অর্ডার এসে ‌যাওয়াও ওই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় রিলায়েন্স। সেই ধাক্কা সামলে এবার ফের শুরু হচ্ছে বুকিং।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রিলায়েন্স জিও-র পক্ষ থেকে জানানো হয়েছে, জিও ফোনের দ্বিতীয় দফার বুকিং শুরু হচ্ছে দীপাবলীর পরই। প্রথম দফার বুকিং শুরুর তিন দিনের মধ্যেই ৬০ লাখ ফোনের বুকিং হয়ে ‌যায়। সেই ফোন এখনও অনেকের হাতে পৌঁছায়নি। তার পরেও এবার শুরু হচ্ছে দ্বিতীয় দফার বুকিং।


অারও পড়ুন-পাতলেবাসে অগ্নিসংযোগের ঘটনায় গৌতম দেবের তির গুরংয়ের দিকেই


উল্লেখ্য, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি গত জুলাই মাসে কা‌র্যত বিনমূল্যে ৪জি জিও ফোন দেওয়ার কথা ঘোষণা করেন। বিনামূল্যে বলা হলেও ফোনটি নেওয়ার সময়ে দিতে হবে ১৫০০ টাকা। তিন বছর পর ফোন ফেরত দিলে ওই টাকা ফেরত দেওয়া হবে বলে জানানো হয়। প্রতি মাসে ১৫৩ টাকা খরচ করে পাওয়া ‌যাবে ফ্রি ভয়েস কল ও ডেটা।


আরও পড়ুন- মুসলিম পরিবারের ৫১টি গরু কেড়ে নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে