ব্যুরো: অবাক করবে রোবট। টানা আট ঘণ্টা সে শুধু কাজই করবে না, দিব্বি চোখ-মুখ নেড়ে নিজের মনের কথাও বোঝাবে। অবাক এই যন্ত্র বানিয়েছেন মার্কিন মুলুকের ইঞ্জিনিয়াররা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লসন পরিবারের ছোট্ট মেয়ে ভিকি। তার কেরামতি নিয়েই আটের দশকের সাড়া জাগানো আমেরিকান টিভি সিরিয়াল স্মল ওয়ান্ডার। এই ভিকি কিন্তু আসলে একটি রোবট।


কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলুন!


এবার এমনই ওয়ান্ডারফুল রোবট তৈরি হয়েছে আমেরিকায়। ভিকির মতো কথা বলতে না পারলেও এই রোবট কিন্তু ইশারায় মনের কথা জানাতে ওস্তাদ, চোখ মুখ নেড়ে দিব্বি নিজের কথা জানতে পারে সে। আট ঘণ্টা কাজ করবে, চোখের ইশারাতাই এই রোবট বুঝে যাবে কী করতে বলা হচ্ছে তাঁকে। এখানেই তাঁর খেল খতম হওয়ার নয়! নির্মাতারা বলছেন, অদূর ভবিষ্যতে গাড়ির ড্রাইভারের কাজও করে দেবে রোবটই। আমেরিকা, ইউরোপ বা চিনের মতো দেশ গুলিতেও ভবিষ্যতে বৃদ্ধের যষ্ঠী হবে এই রোবটই। 


ফেসবুকের নতুন ফিচার্স আপনাকে চমকে দেবেই!


রোবট কন্যা ভিকির কেরামতিতে মুগ্ধ গোটা দুনিয়া। এখন দেখার এই রোবট কতটা মন জয় করতে পারে।