ওয়েব ডেস্ক: যতটা সস্তা মনে করা হচ্ছে, জিও কী আদৌ ততটাই সস্তা? গোটা একবছর যদি রিলায়েন্স জিও'র 'সব পরিষেবা' নিতে চান গ্রাহক তাহলে কত খরচ হতে পারে? ৯ হাজার ৯৯৯ টাক। হ্যাঁ, বছরে প্রায় ১০ হাজার টাকা খরচ। ১০০ টাকার কমে যেমন প্যাকেজ আছে তেমনই ১০০ টাকার ১০০ গুণ বেশি খরচেরও প্যাকেজ রেখেছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। কী এই প্যাকেজ, জেনে নিন-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


৯,৯৯৯ টাকার জিও প্ল্যান: প্রিপেইড এবং জিও প্রাইম 


৯ হাজার ৯৯৯ টাক্র প্ল্যানে মাত্র ৩০ দিনের ভ্যালিডিটিতে ২০০ জিবি ৪জি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন নন-জিও প্রাইম গ্রাহক (প্রিপেইড প্ল্যান)। কিন্তু একজন জিও-প্রাইম গ্রাহক এই একই টাকার প্ল্যানে পাবেন ৭৫০ জিবি পর্যন্ত ডেটা ব্যবহারের সুযোগ। ভ্যালিডিটি থাকবে ৩৬০ দিন। (যারা জিও প্রাইমের গ্রাহক নন, তাদের জন্য জিও'র ১০০ টাকার অফারগুলো কী কী?