ইনফোসিসের সিইও-এমডি পদে সলিল এস পারেখ
সলিল এস পারেখের নিয়োগ নিয়ে ইনফোসিসের চেয়ারম্যান নন্দন নিলেকানি বলেন, `ইনফোসিসের সিইও ও এমডির পদে সলিল নিযুক্ত হওয়ায় আমরা ভীষণ খুশি। আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি দুনিয়ায় তিনি তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন। কর্মক্ষেত্রে তাঁর সাফল্য সুবিদিত। বোর্ড মনে করছে সংস্থার এমন রূপান্তরের সময় তিনি ইনফোসিসকে সঠিক দিশা দেখাতে পারবেন।`
নিজস্ব প্রতিবেদন: ইনফোসিসের পরবর্তী সিইও ও ম্যানেজিং ডিরেক্টর হতে চলেছেন সলিল এস পারেখ। ২০১৮ সালের ২ জানুয়ারি থেকে ইউবি প্রবীণ রাও-এর স্থলাভিষিক্ত হবেন তিনি। চিফ অপারেটিং অফিসার এবং সর্বসময়ের ডিরেক্টর হিসাবে কাজ করবেন ইউ বি প্রবীণ রাও।
আআইটি বম্বে থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বি টেক ডিগ্রি অর্জনের পর কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রি লাভ করেন কৃতী ছাত্র সলিল এস পারেখ। ক্যাপজেমিনি সংস্থার এক্সিকিউটিভ বোর্ডের সদস্যের পদ ছেড়ে ইনফোসিসে যোগ দিচ্ছেন তিনি। আরও পড়ুন- 'ব্যক্তিগত, নেতিবাচক আক্রমণ', ইনফোসিস-এর CEO পদ থেকে আচমকাই ইস্তফা সিক্কার
সলিল এস পারেখের নিয়োগ নিয়ে ইনফোসিসের চেয়ারম্যান নন্দন নিলেকানি বলেন, "ইনফোসিসের সিইও ও এমডির পদে সলিল নিযুক্ত হওয়ায় আমরা ভীষণ খুশি। আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি দুনিয়ায় তিনি তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন। কর্মক্ষেত্রে তাঁর সাফল্য সুবিদিত। বোর্ড মনে করছে সংস্থার এমন রূপান্তরের সময় তিনি ইনফোসিসকে সঠিক দিশা দেখাতে পারবেন।" আরও পড়ুন - "এরপর কী করব তা এখনও ভাবিনি", পদত্যাগের পর প্রথম প্রতিক্রিয়ায় জানালেন সিক্কা
প্রসঙ্গত, করপোরেট গভর্নেন্স নিয়ে তত্কালীন সিইও বিশাল সিক্কার সঙ্গে মতান্তরে জড়ান ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা এন আর নারায়ণমূর্তি। তার জেরেই চলতি বছরের অগস্টে পদত্যাগ করেন বিশাল সিক্কা। এরপরই অন্তর্বর্তী কালীন সিইওর দায়িত্ব নেন ইউ বি প্রবীণ রাও। ২০১৮ সালের মার্চের মধ্যে তাঁর জায়গায় অন্য কাউকে স্থায়ী ভাবে বসাতেই হত ইনফোসিসকে। অবশেষে আজ সিদ্ধান্ত ঘোষণা করল সংস্থা। সিইও ও এমডি পদে যোগ্য ব্যক্তিকে খোঁজার জন্য এক্সিকিউটিভ সার্চ ফার্ম 'ইগোন জেনডার'কে দায়িত্ব দিয়েছিল ইনফোসিস। আরও পড়ুন- সিক্কার পদত্যাগের কারণ নারায়ণমূর্তির সমালোচনা, দাবি ইনফোসিস বোর্ডের