বিভ্রান্তিকর বিজ্ঞাপন, Samsung-এর বিরুদ্ধে ৪৮ কোটি টাকার মামলা!
অভিযোগ যদি প্রমাণিত হয় সে ক্ষেত্রে প্রায় ৪৮ কোটি টাকা জরিমানা গুনতে হতে পারে দক্ষিণ কোরিয়ার এই সংস্থাকে।
নিজস্ব প্রতিবেদন: বিজ্ঞাপনে বিভ্রান্তিকর, অসত্য তথ্য পরিবেশনের দায়ে Samsung-এর বিরুদ্ধে প্রায় ৪৮ কোটি টাকার মামলা করা হল। Samsung-এর বিরুদ্ধে মামলা করেছে ‘অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশন’।
সংস্থার কর্তা রড সিমস জানান, Samsung তাদের Galaxy স্মার্টফোনের বিজ্ঞাপনে দেখিয়েছে যে, ফোনগুলি যে কোনও রকমের জলের নিচে, এমনকি সমুদ্র বা সুইমিং পুলের জলের তলাতেও ব্যবহার করা যেতে পারে। এই তথ্য একেবারেই সত্য নয়। Samsung তাদের Galaxy স্মার্টফোনের বিজ্ঞাপনে দেখিয়েছে ৫ ফুট জলের গভীরে অন্তত ৩০ মিনিট পর্যন্ত ব্যবহার করা যাবে ফোনগুলি। কিন্তু বাস্তবে অস্ট্রেলিয়ায় বেশিরভাগ পরীক্ষাতেই ডাঁহা ফেল করেছে এই স্মার্টফোনগুলি।
আরও পড়ুন: কম দামে একাধিক আকর্ষণীয় ফিচার-সহ লঞ্চ হল Huawei MediaPad T5
বাজার বিশ্লেষক সংস্থা ক্যানালিস-এর তথ্য অনুযায়ী, Samsung ২০১৮ সালে মোট ৪০ লক্ষ স্মার্টফোন বিক্রি করেছে। ‘অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশন’-এর অভিযোগ যদি প্রমাণিত হয় সে ক্ষেত্রে ১০ মিলিয়ান অস্ট্রেলিয় ডলার (ভারতীয় মূদ্রায় যা প্রায় ৪৮ কোটি টাকার সমান) জরিমানা গুনতে হতে পারে দক্ষিণ কোরিয়ার এই সংস্থাকে।