ওয়েব ডেস্ক : স্যামসাং ইলেক্ট্রনিক্সের জন্য চলতি বছরটা মোটেই ভালো যায়নি। গ্যালাক্সি নোট ৭ কখনও ফেটে গেছে, কখনও আগুন ধরে গেছে। যার ফলে বাজার থেকে ফিরিয়ে নিতে হয়েছে লাখ লাখ গ্যালাক্সি নোট ৭-এর ইউনিট। ২০১৬-র দুঃস্বপ্ন পিছনে রেখে নতুন বছরে গ্যালাক্সির নতুন সিরিজ বাজারে আনতে চলেছে স্যামসাং। হয় ফেব্রুয়ারিতে বার্সেলোনা মোবাইল কংগ্রেস বা এপ্রিলে বাজারে আসবে স্যামসাং গ্যালাক্সি ৮। কী কী থাকছে ফিচার্সে?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

- ডুয়াল স্ক্রিন ডিসপ্লে (ফোনের সামনে ও পিছনে স্ক্রিন)
- আর্টিফিশিয়ালি ইনটেলিজেন্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট
- ৬ জিবি RAM, ১২৮ জিবি ইনবিল্ট মেমরি
- থাকছে আপগ্রেডেড S-পেন স্টাইলাস।


আরও পড়ুন,স্মার্টফোনের স্ক্রিন টাচ করলেই এবার ব্যাটারি চার্জড হয়ে যাবে!