৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা-সহ এ মাসেই লঞ্চ হবে Samsung Galaxy A41!
লঞ্চের আগেই Pricebaba নামে একটি ওয়েবসাইটে ফাঁস হয়ে গিয়েছে Samsung Galaxy A41-এর স্পেসিফিকেশন!
নিজস্ব প্রতিবেদন: আবারও Samsung নিয়ে আসতে চলেছে তার নতুন মডেল। ভারতের বাজারে এবার আসতে চলেছে Samsung Galaxy A41। কিন্তু তার আগেই Pricebaba নামে একটি ওয়েবসাইটে ফাঁস হয়ে গিয়েছে Samsung Galaxy A41-এর স্পেসিফিকেশন। কিছু দিন আগেই Samsung Galaxy A71 ও Samsung Galaxy A51 ভারতে লঞ্চ করেছে।
Samsung Galaxy A41-এর স্পেসিফিকেশন:
১) এই ফোনের থাকছে ৬.১ ইঞ্চির ডিসপ্লে।
২) Android 10 অপারেটিং সিস্টেম থাকছে এই ফোনে।
৩) এই ফোনের পিছনে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর-সহ তিনটি ক্যামেরা থাকছে। আর থাকছে এলইডি ফ্ল্যাস। সামনে থাকছে ২৫ মেগাপিক্সল সেলফি ক্যামেরা।
৪) এছাড়াও ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
৫) ফোনের নিচে থাকছে ৩.৫ মিমি অডিও জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট ও স্পিকার গ্রিল।
৬) এই ফোনে থাকছে ৩,৫০০ mAh ব্যাটারি।
৭) আরও থাকছে MediaTek Helio P65 চিপসেট ও ৪ জিবি RAM।
৮) ভারতে এই ফোনের দাম হতে পারে ২১,৪৯০ টাকা।