নিজস্ব প্রতিবেদন: সামনের সপ্তাহে বাজারে আসছে Samsung Galaxy M21। ১৬ মার্চ সামনে আসছে Samsung Galaxy M সিরিজের নতুন এই ফোন। Samsung M সিরিজের সবকটি ফোনের থেকে সবচেয়ে বড় ব্যাটারি ব্যাকআপ থাকছে এই ফোনে। ফোনটির ডিসপ্লে ডিজাইনেও থাকছে চমক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাজার চলতি অন্য ফোনগুলির মতো এই ফোনেও থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। Samsung-এর অন্য ফোনগুলির মতো এই ফোনেও থাকছে Super AMOLED ডিসপ্লে। পিছনের তিনটি ক্যামেরার মধ্যে একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। অন্য দুই ক্যামেরা সম্পর্কে সঠিক তথ্য না থাকলেও একটি আল্ট্রা ওয়াইড, অন্যটি ম্যাক্রো লেন্স রয়েছে বলে মনে করা হচ্ছে।


Samsung M21-এর সম্ভাব্য স্পেসিফিকেশন:


১) Samsung Galaxy M21-এ Infinity-U ডিজাইনের ডিসপ্লে রয়েছে।


২) সেলফি তোলার জন্য থাকছে ২০ মেগাপিক্সেল ক্যামেরা।


৩) এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির One UI 2.0 স্কিন চলবে।


৪) ফোনের ভিতরে থাকবে ৬,০০০ mAh ব্যাটারি।


আরও পড়ুন: ৩২ মেগাপিক্সল ক্যামেরা, ১২ জিবি RAM-সহ লঞ্চ করতে চলেছে Realme X50 Pro


৫) এই ফোনের ভিতরে রয়েছে Exynos 9611 চিপসেট।


৬) ফোনটি নীল, কালো ও বেগুনি রঙে পাওয়া যাবে। বিশাল ব্যাটারির সাপোর্ট নিয়ে ৪ জিবি RAM এর সঙ্গে Amazone.in থেকে গ্রাহকদের হাতে হাতে চলে যাবে এই M21।