নিজস্ব প্রতিবেদন: জল্পনা তুঙ্গে! ফাঁস হয়ে গেল 'Samsung Galaxy M31'-এর স্পেসিফিকেশন। এই ফোনকে ঘিরে একাধিক বার নানা তথ্য সামনে এসেছে। এবার Galaxy M31-এর ক্যামেরা ও ব্যাটারি স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই ফোনের সংস্থা নিজস্ব ISOCELL GW1 সেন্সর ব্যবহার করতে পারে। ২০২০ সালে Galaxy M31 ছাড়াও এই সিরিজে লঞ্চ হবে Galaxy M11, Galaxy M21 ও Galaxy M41। Samsung Galaxy A70s ও Realme XT-তেও এই একই সেন্সর ব্যবহার হয়েছিল। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে।


Samsung Galaxy M31-এর স্পেসিফিকেশন:


১) জানা গিয়েছে, ফোনের অপারেটিং সিস্টেম থাকছে Android 10 ।


২) জানা গিয়েছে, Samsung Galaxy M31-তে থাকছে ৬ জিবি RAM।


৩) মনে করা হচ্ছে, এই ফোনে থাকছে একটি Exynos 9611 চিপসেট।


আরও পড়ুন: সামনে এল Hero-র ইলেকট্রিক মোটরসাইকেল; এক চার্জে ছুটবে ১৬০ কিমি!


৪) জানা গিয়েছে, ছবি তোলার জন্য থাকছে ৬৪ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সার) + ১২ মেগাপিক্সেল ( ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা) + ৫ মেগাপিক্সেলের (ডেপ্ত সেন্সর)।


৫) জানা গিয়েছে, এই ফোনে থাকছে ৬,০০০ mAh-এর ব্যাটারি।


৬) ফোনটির দাম সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি।