নিজস্ব প্রতিবেদন: স্টাইলিশ লুক, একাধিক আকর্ষণীয় ফিচারে ‘M’ সিরিজের আরও একটি ফোন মোবাইলের বাজারে নিয়ে এল Samsung। ৬ অগাষ্ট ভারতে বিক্রি শুরু হবে Samsung Galaxy M31s। মিডরেঞ্জের এই ফোনে ৬ জিবি RAM, ৬৪ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা-সহ একাধিক আকর্ষণীয় ফিচার দিচ্ছে Samsung। আসুন এক নজরে দেখে নেওয়া যাক Samsung Galaxy M31s-এর সম্ভাব্য স্পেসিফিকেশন আর দাম...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Samsung Galaxy M31s-এর সম্ভাব্য স্পেসিফিকেশন আর দাম:


১) এই স্মার্টফোনে রয়েছে ৬.৪ ইঞ্চির এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লে। হ্যান্ডসেটের পিছনের দিকে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।


২) এই ফোনে রয়েছে Android 10 অপারেটিং সিস্টেম, Octa-core প্রসেসর আর Exynos 9611 (10nm) চিপসেট।


৩) এই ফোনে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে রয়েছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর + ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর + ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফির জন্য এই ফোনে রয়েছে ৩২ মেগাপিক্সলের ক্যামেরা।


৪) এই স্মার্টফোনে রয়েছে ৬ জিবি RAM, ৬৪ / ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।


আরও পড়ুন: ডিজাইন, ফিচার নকলের অভিযোগে JioMeet-এর বিরুদ্ধে আইনি ব্যবস্থার পথে Zoom!


৫) এই ফোনে রয়েছে ৬,০০০ mAh-এর নন-রিমুভেবল ব্যাটারি।


৬) Samsung Galaxy M31s স্মার্টফোনের দাম শুরু হতে পারে ১৭,৪৯৯ টাকা থেকে। ৬ অগাষ্ট ভারতে বিক্রি শুরু হবে Samsung Galaxy M31s।