নিজস্ব প্রতিবেদন: সামনেই পয়লা বৈশাখ। এই সময়ে প্রত্যেকে তাঁদের প্রিয়জনদের কোনও না কোনও উপহার দিয়ে থাকেন। আপনারও কি ইচ্ছে হচ্ছে প্রিয়জনকে একটা ভালো মোবাইল ফোন উপহার দেওয়ার? তাহলে আপনার জন্য সুখবর। Galaxy S8 এবং Galaxy S8+ -এর দাম কমিয়ে দিল দক্ষিণ কোরিয়ার মোবাইল কোম্পানি স্যামসং।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গ্যাজেট ৩৬০-র খবর অনুযায়ী জানা গিয়েছে, কিছুদিন আগেই লঞ্চ করে স্যামসংয়ের উন্নত প্রযুক্তি যুক্ত এই স্মার্টফোন দুটি। যে সমস্ত গ্রাহক Paytm-র মাধ্যমে Samsung Galaxy S8 এবং Galaxy S8+ ফোন দুটি কিনবেন, তাঁরা পেয়ে যাবেন ১০ হাজার টাকা ক্যাশব্যাক।


আরও পড়ুন : শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের উদ্দেশ্যে নতুন ইমোজি অ্যাপেলের


কী কী ফিচার্স রয়েছে Samsung Galaxy S8 স্মার্টফোনটিতে?
১) ৫.৮ ইঞ্চি ডিসপ্লে।
২) 4 GB RAM।
৩) অ্যান্ড্রয়েড ৭.০ নোগাট।
৪) ১২ মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা।
৫) ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
৬) ৬৪ জিবি স্টোরেজ।


Samsung Galaxy S8+ স্মার্টফোনটিতে কী কী ফিচার্স রয়েছে?
১) ৬.২ ইঞ্চি ডিসপ্লে।
২) 4 GB RAM
৩) ১২ মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা।
৪) ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
৫) ৬৪ জিবি স্টোরেজ।
৬) অ্যান্ড্রয়েড ৭.০ নোগাট।


Samsung Galaxy S8 এবং Galaxy S8+ ফোন দুটির নতুন দাম-
১) Samsung Galaxy S8 ফোনটির ৬৪ জিবির দাম- ৪৯ হাজার ৯৯০ টাকা।
২) Samsung Galaxy S8+ ফোনটির ৬৪ জিবির দাম- ৫৩ হাজার ৯৯০ টাকা।
৩) Samsung Galaxy S8+ ফোনটির ১২৮ জিবির দাম- ৬৪ হাজার ৯০০ টাকা।


আরও পড়ুন : নোকিয়া ১ কিনলেই জিও-র দুর্দান্ত অফার