ওয়েব ডেস্ক: স্বচালিত আকাশযান তৈরিতে বেশ কয়েকবছর ধরে গবেষণা চালাচ্ছে মার্কিন বিমান নির্মাতা সংস্থা এয়ারবাস। সম্প্রতি একটি চালকহীন স্বচালিত আকাশযানের সফল পরীক্ষাও করেছে তারা। আর সেই যানের বাণিজ্যিক নামকরণের জন্য সংস্কৃত শব্দ বেছে নিল সংস্থাটি। জানানো হয়েছে, স্বচালিত ওই আকাশযানের নাম হবে 'বাহন'।
২০১৬ সালে স্বচালিত আকাশযান তৈরিতে মন দেয় এয়ারবাস। দীর্ঘ গবেষণার পর তারা তৈরি করেছে স্বচালিত এই আকাশযান। গত ৩১ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন প্রদেশে যানটির সফল পরীক্ষা করেছেন সংস্থার ইঞ্জিনিয়াররা। এয়ারবাসের লক্ষ্য মার্কিন অসামরিক বিমান চলাচল দফতরের সার্টিফিকেট আদায়।


আরও পড়ুন - "পুলিস ঘুষ নেয়, আমার ছেলেটা চলে গেল", কাঁদতে কাঁদতে বললেন বিশ্বজিতের বাবা
স্বচালিত এই আকাশযানে বসতে পারবেন একজনই। যানটিতে থাকা স্ক্রিনে গন্তব্য চিহ্নিত করে দিলেই উড়ে যাবে যান। বিমানের মতো যানটি ওড়ার জন্য লাগবে না কোনও রানওয়ে। লাগবে না চালকও। 
বর্তমানে বিশ্বে এই ধরণের যান তৈরি করে চিনা সংস্থা ই-হ্যাং নামে একটি চিনা সংস্থা। তবে সেটিকে নিরাপত্তাবিধি অনুসারে সুরক্ষিত বলে সার্টিফিকেট দেয়নি পশ্চিমের কোনও দেশ। যদিও দুবাইতে এয়ার ট্যাক্সি হিসাবে যাতায়াত করে আকাশযানটি।