ওয়েব ডেস্ক : ভাইরাস, ম্যালওয়্যার, স্পাইওয়্যার কি শুধুই আপনার কম্পিউটার বা ল্যাপটপকে আক্রমণ করে? আপনার স্মার্টফোনও কিন্তু যেকোনও সময় এর শিকার হতে পারে। নিজের স্মার্টফোনকে সুরক্ষিত রাখতে তাই জেনে রাখুন এই অ্যান্টিভাইরাস অ্যাপগুলি সম্পর্কে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৩৬০ ডিগ্রি সিকিউরিটি- অন্যতম জনপ্রিয় অ্যান্টিভাইরাস অ্যাপ। যে কোনও ফাইলকে স্ক্যান করতে পারে। ডিভাইসকে ম্যালওয়্যারের হাত থেকে সুরক্ষা দেয়।


অ্যান্টিভাইরাস অ্যান্ড মোবাইল সিকিউরিটি বাই ট্রাস্ট গো- খতরনাক ভাইরাস ও ম্যালওয়্যার থেকে আপনার ফোনকে সুরক্ষা দেয়। এই অ্যাপে রয়েছে প্রাইভেসি গার্ডের সুবিধাও।


নর্টন সিকিউরিটি অ্যান্ড অ্যান্টিভাইরাস- যেকোনও ধরনের ভাইরাস অ্যাটাক থেকে আপনার ফোনকে সুরক্ষিত রাখবে এই অ্যাপ। হ্যাকিং থেকেও সুরক্ষা দেবে।


অ্যাভিরা অ্যান্টিভাইরাস- রয়েছে অ্যান্টি-থেফ্ট, অ্যান্টি-প্রাইভেসি, আইডেন্টিটি সেফগার্ড।


অ্যাভাস্ট মোবাইল সিকিউরিটি- ডিভাইস স্ক্যানিং, অ্যান্টি-থেফ্ট, ডেটা রিকভারি, জিওফেন্সিং, অ্যাড-ডিটেকশন, অ্যাপ লকিং প্রভৃতি সুবিধা রয়েছে।


এভিজি অ্যান্টিভাইরাস- লাইটওয়েট এই অ্যাপটি রিয়েলটাইম প্রোটেকশন দেয়। ক্রমাগত ফোনের ডেটাবেস স্ক্যান করে। এছাড়া আছে ব্যাটারি মনিটরিং, কল ব্লকিং-এর সুবিধা।


আরও পড়ুন, ফোনের ব্যাটারি ভালো রাখতে এই অ্যাপগুলি দ্রুত ডিলিট করুন


আরও পড়ুন, একনজরে সব টেলিকম সংস্থার ডেটা প্যাক-এ আকর্ষণীয় ছাড়