একনজরে সব টেলিকম সংস্থার ডেটা প্যাক-এ আকর্ষণীয় ছাড়
আর মাত্র কিছুদিনের অপেক্ষা। খুব শিগগিরই বাজারে আসতে চলেছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। যার ধাক্কায় এখন জোর ডামাডোলে অন্য সব টেলিকম সংস্থাগুলি। প্রতিযোগিতায় টিকে থাকতে সব টেলিকম সংস্থাই তাদের ডেটা প্যাকে আকর্ষণীয় ছাড় দিচ্ছে। প্রায় ৬৭ শতাংশ দাম কমিয়ে দিয়েছে সব ডেটা প্যাকের। চলুন দেখে নেওয়া যাক, ভোডাফোন, এয়ারটেল, আইডিয়া- কে কোথায় দাঁড়িয়ে?
ওয়েব ডেস্ক : আর মাত্র কিছুদিনের অপেক্ষা। খুব শিগগিরই বাজারে আসতে চলেছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। যার ধাক্কায় এখন জোর ডামাডোলে অন্য সব টেলিকম সংস্থাগুলি। প্রতিযোগিতায় টিকে থাকতে সব টেলিকম সংস্থাই তাদের ডেটা প্যাকে আকর্ষণীয় ছাড় দিচ্ছে। প্রায় ৬৭ শতাংশ দাম কমিয়ে দিয়েছে সব ডেটা প্যাকের। চলুন দেখে নেওয়া যাক, ভোডাফোন, এয়ারটেল, আইডিয়া- কে কোথায় দাঁড়িয়ে?
ভোডাফোন
১২ টাকায়- ৫০ MB ১ দিন
৪৪৯ টাকায়- ৩GB ২৮ দিন
৬৫০ টাকায়- ৫ GB ২৮ দিন
৯৯৯ টাকায়- ১০ GB ২৮ দিন
এয়ারটেল
১৪৫ টাকায়- ৫৮০ MB
৪৫৫ টাকায়- ৩ GB ২৮ দিন
৬৫৫ টাকায়- ৫ GB ২৮ দিন
৭৫৫ টাকায়- ৬ GB ২৮ দিন
৮৫৫ টাকায়- ৭ GB ২৮ দিন
৯৮৯ টাকায়- ১০ GB ২৮ দিন
আইডিয়া
৩৪৯ টাকায়- ২ GB ২৮ দিন
৬৪৯ টাকায়- ৫ GB ২৮ দিন
৯৯০ টাকায়- ১০ GB ২৮ দিন
এবার আসা যাক রিলায়েন্স জিও-র কথায়। যদিও মোবাইল ইন্টারনেটের জন্য রিলায়েন্স জিও-র ঠিক কত কত টাকার ডেটাপ্যাক আনতে চলেছে সেই ছবিটা এখনও পরিষ্কার নয়। তবে, সংস্থা সূত্রে খবর, ৯০ দিনের জন্য ফ্রি আনলিমিটেড 4G মোবাইল ইন্টারনেট ও ভয়েস কলিং সুবিধা নিয়ে আসছে রিলায়েন্স জিও। পরবর্তীতে তিন মাসের জন্য আনলিমিটেড নেট ইউসেজের দাম হবে মাত্র ২৯৯৯ টাকা। আরও জানা যাচ্ছে, জিও ৫০০ টাকায় ১০ GB ডেটা দিতে চলেছে গ্রাহকদের। আর ১ GB ডেটাপ্যাকের দাম হবে মাত্র ৮০ টাকা।