নিজস্ব প্রতিবেদন: মেটা (পূর্বে ফেসবুক) মালিকানাধীন ইনস্টাগ্রাম এখন ইউজারদের পছন্দের শীর্ষে। ২০২১ সালের তথ্য অন্তত তাই বলেছে। ফেসবুকের মালিকানাধীন অ্যাপ্লিকেশনটির বর্তমানে 500 মিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে এবং এই সংখ্যা প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। আর সময়ের সঙ্গে তাল মিলিয়েই নিত্য-নতুন ফিচার নিয়ে এসে অ্যাপকে আরও আকর্ষণীয় করে তুলছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রিল থেকে শুরু করে লাইভ রুম পর্যন্ত অনেক মজার ফিচার যোগ করা হয়েছে অ্যাপটিতে। কিন্তু এসব থেকে লাভ কী যদি পছন্দের মানুষের প্রোফাইলই না দেখা গেল। ইনস্টাগ্রামের প্রাইভেট ও পাবলিক অ্যাকাউন্ট তৈরি করার সুযোগ রয়েছে। তাই প্রাইভেট অ্যাকাউন্ট করলে কেউ যদি তাঁর ফলোয়ার্সের তালিকায় না থাকে তাহলে সেই মানুষটি কোনও রকম পোস্ট দেখতেই আপনি ব্যর্থ। রিকোয়েস্ট পাঠানোর পরও সে অনুমোদন দেয়নি। তাহলে কি তাঁর প্রোফাইল দেখতে পাবেন না আপনি? 


অন্যান্য ব্যবহারকারীরা আপনাকে অনুসরণ না করে পাবলিক অ্যাকাউন্টের সঙ্গে সমস্ত পোস্ট দেখতে পারে। কিন্তু আপনি অন্য ব্যবহারকারীর অনুমতি ছাড়া ব্যক্তিগত অ্যাকাউন্ট দেখতে পারবেন না। কিন্তু ব্যক্তিগত Instagram প্রোফাইল দেখার একটি উপায় আছে? তবে ব্যবহারকারীরা ব্যক্তিগত অ্যাকাউন্টের পোস্টগুলি দেখতে চাইলে অতিরিক্ত নিরাপত্তার এই স্তরটিকে এড়িয়ে যাওয়ার করার কোনো সরাসরি উপায় নেই৷


আরও পড়ুন, Good News! ২০২২ থেকেই কলকাতা-সহ এই শহরগুলোতে শুরু হতে পারে 5G পরিষেবা


কীভাবে দেখবেন Private Instagram Account? 


১. বৈধ উপায়ে আপনি সেই ব্যক্তিকে আপনার পাঠানো নিম্নলিখিত অনুরোধটি গ্রহণ করতে বলবেন।


তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশন ব্যবহার করা। তবে এটি সর্বাধিক প্রস্তাবিত পদ্ধতি নয় কারণ তাদের স্ক্যাম হওয়ার সম্ভাবনা রয়েছে।


তারপর আসল নাম খুঁজে বার করুন। যখন একজন ব্যক্তি আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেসের প্রয়োজন হয় তখন কোনও তথ্য দেখতে হলে এই পদ্ধতি।


২. ইনস্টাগ্রাম ভিউ ওয়েবসাইট ব্যবহার করুন- 


iStaunch-এর  প্রাইভেট ইনস্টাগ্রাম ভিউয়ার আপনাকে ব্যক্তিগত এবং কোনোও অতিরিক্ত অর্থপ্রদান, প্রয়োজনীয়তা বা পদক্ষেপ ছাড়াই Instagram অ্যাকাউন্টে অ্যাক্সেস পেতে দেয়। 


দুর্ভাগ্যবশত, একবার আপনি Google-এ কিছু ফলাফল পরীক্ষা করলে বুঝতে পারবেন কেন সেগুলির কোনোটি সুপারিশ করা হয় না। এমনকি বলা থাকলেও বিনামূল্যে নয়, এর বদলে আপনাকে টাকা দিতে হবে। 


৩. ভুয়ো প্রোফাইল তৈরি করে রিকোয়েস্ট পাঠিয়েও প্রাইভেট অ্যাকাউন্টে ঢোকার প্রবণতা জনপ্রিয়। 


তবে জেনে রাখা প্রয়োজন, ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনও ভাবেই তারঁ ব্যক্তিগত অ্যাকাউন্টে ঢোকা সম্ভব নয়। যদিও আমরা এখানে কিছু থার্ড পার্টি ওয়েবসাইট উল্লেখ করেছি যেখানে আপনাকে ব্যক্তিগত অ্যাকাউন্ট দেখার দাবি করা হয়৷ তবে এগুলোর অধিকাংশই নির্ভরযোগ্য নয়।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)