ভারতের বাজারে স্যামসংকে চ্যালেঞ্জ জিয়াওমির, কমল ৪০% ব্যবসা
ব্যবসা কমছে। মার্কেট ভ্যালুও তেমন একটা নেই। নোকিয়া মোবাইলকে টেক্কা দিলেও এখন চিনের জিয়াওমি হুয়াইয়ের প্রতিযোগিতায় ক্রমশ এক পা দু`পা করে পিছিয়ে পড়ছে স্যামসং মোবাইল। ২০১৫ সালের আগেও স্যামসং যেভাবে ভারতের বাজারে একাধিপত্য কায়েম করেছিল, সেই চূড়া থেকে বুলেট গতিতে নিচে নামছে দক্ষিণ কোরিয়ার এই মোবাইল প্রস্তুতকারক সংস্থা। ডিসেম্বর ২০১৫ পর্যন্ত প্রায় ৪০% ব্যবসা কমেছে (ভারতের বাজারে)। স্যামসংকে কঠিন প্রতিযোগিতায় ফেলেছে অ্যাপেলের আই-ফোনও। যেভাবে 5s, 6s মার্কেটে রাজ করছে, অনেকটাই পিছনে পড়ে যাচ্ছে `দ্য গ্যালাক্সি S6`। ২০১৫-তে যতটা আশা জাগিয়ে গ্যালাক্সি S6 বাজারে এসেছিল, ততটা সাফল্য এই মোবাইল পায়নি। ২০১৬ সালে আরও কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে চলেছে স্যামসং মোবাইল, এমনটাই মনে করছেন স্যামসং-এর এশিয়ান ডিরেক্টর জ্যাক সৌন্দার্স।
ওয়েব ডেস্ক: ব্যবসা কমছে। মার্কেট ভ্যালুও তেমন একটা নেই। নোকিয়া মোবাইলকে টেক্কা দিলেও এখন চিনের জিয়াওমি হুয়াইয়ের প্রতিযোগিতায় ক্রমশ এক পা দু'পা করে পিছিয়ে পড়ছে স্যামসং মোবাইল। ২০১৫ সালের আগেও স্যামসং যেভাবে ভারতের বাজারে একাধিপত্য কায়েম করেছিল, সেই চূড়া থেকে বুলেট গতিতে নিচে নামছে দক্ষিণ কোরিয়ার এই মোবাইল প্রস্তুতকারক সংস্থা। ডিসেম্বর ২০১৫ পর্যন্ত প্রায় ৪০% ব্যবসা কমেছে (ভারতের বাজারে)। স্যামসংকে কঠিন প্রতিযোগিতায় ফেলেছে অ্যাপেলের আই-ফোনও। যেভাবে 5s, 6s মার্কেটে রাজ করছে, অনেকটাই পিছনে পড়ে যাচ্ছে 'দ্য গ্যালাক্সি S6'। ২০১৫-তে যতটা আশা জাগিয়ে গ্যালাক্সি S6 বাজারে এসেছিল, ততটা সাফল্য এই মোবাইল পায়নি। ২০১৬ সালে আরও কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে চলেছে স্যামসং মোবাইল, এমনটাই মনে করছেন স্যামসং-এর এশিয়ান ডিরেক্টর জ্যাক সৌন্দার্স।