ওয়েব ডেস্ক: 'কখন তোমার আসবে টেলিফোন'। তবে এখন আর যে সে ফোনে টেলিফোন আসলে চলবে না। চাই স্মার্ট ফোন। কারণ, ফোন তো এখন শুধুমাত্র ফোন করার জন্য নয়। ফোনের অনেকরকম ব্যবহার রয়েছে। কেউ ফোনে সারাদিন গল্প করতে ভালোবাসেন, তো কেউ চ্যাটিং করতে। আবার কেউ কেউ তো স্মার্ট ফোন পেলেই তাতে গান শুনে কিংবা গেম খেলেই কাটিয়ে দেন। টিনএজার থেকে প্রত্যেকেরই এখন চাই স্মার্ট ফোন। সঙ্গে দরকারী সমস্ত ফিচার্স। মানে অ্যান্ড্রয়েড, ভালো ক্যামেরা, বড় ডিসপ্লে, আবার 3G কিংবা 4G। কিন্তু বাজেটও বেশি হলে চলবে না। তাহলে কম বাজেট মানে ৫ হাজার টাকার মধ্যে দেখে নিন স্মার্ট ফোনের তালিকা। এতে আপনার সাধ্যের মধ্যেই সাধপূর্ণ হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) Lenovo A1000-



দাম মাত্র ৩৬৪৯ টাকা।


ফিচার্স- ১.৩ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর। ১ GB RAM। ৪ ইঞ্চি ডিসপ্লে। ৫ মেগাপিক্সেল ক্যামেরা। LED ফ্ল্যাশ। ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।


 


২) Xolo Era 4G-



দাম মাত্র ৪৭৭৭ টাকা।


ফিচার্স- ১.৫ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর। ১ GB RAM। ৫ ইঞ্চি ডিসপ্লে। ৫ মেগাপিক্সেল ক্যামেরা। LED ফ্ল্যাশ। ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।


 


৩) Samsung Z1-



দাম মাত্র ৩৮৯৯ টাকা।


ফিচার্স- ১.২ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর। 768 MB RAM। ৪ ইঞ্চি ডিসপ্লে। ৩.১ মেগাপিক্সেল ক্যামেরা। LED ফ্ল্যাশ। ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।


 


৪) Micromax Canvas Spark2-



দাম মাত্র ৪৯৯৯ টাকা।


ফিচার্স- ১.৩ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর। 768 MB RAM। ৫ ইঞ্চি ডিসপ্লে। ৫ মেগাপিক্সেল ক্যামেরা। LED ফ্ল্যাশ। ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।


 


৫) Karbon K9 Smart-



দাম মাত্র ৪০০০ টাকা।


ফিচার্স- ১.২ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর। 512 MB RAM। ৫ ইঞ্চি ডিসপ্লে। ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা। LED ফ্ল্যাশ। ১.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।