নিজস্ব প্রতিবেদন: WhatsApp ম্যাসেজিং অ্যাপ বর্তমানে বিশ্বব্যাপী প্রায় দুই বিলিয়ন লোক ব্যবহার করেন। ২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকে এই সামাজিক নেটওয়ার্ক ব্যাপক ভাবে জনপ্রিয়তা অর্জন করেছে WhatsApp। বেশিরভাগ মানুষেরাই অন্য যে কোনও ইন্টারেক্টিভ মেসেজিং প্ল্যাটফর্মের পরিবর্তে WhatsApp বেছে নেন। এর অন্যতম কারণ হল, এর সিকিউরিটি এবং গোপনীয়তা রক্ষার একাধিক ফিচার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যত দিন যাচ্ছে, WhatsApp তত নতুন নতুন আকর্ষণীয় ফিচার নিয়ে আসছে৷ আরও সিকিয়োর, আরও প্রাইভেট হয়ে উঠছে WhatsApp৷ ঠিক যেমন সুরক্ষার জন্যই WhatsApp-এ রয়েছে ব্লক করার অপশন। কারও সঙ্গে WhatsApp-এ বন্ধুত্ব এগোতে না চাইলে, খুব সহজেই তাকে ব্লক করে দেওয়ার মতো সুযোগ রয়েছে এই ম্যাসেজিং অ্যাপে৷ তারপর সেই ব্যক্তি কোনও ভাবেই আর আপনার ছবি, স্টেটাস দেখতে পাবেন না। আপনাকে মেসেজও করতে পারবেন না৷


কিন্তু জানেন কি? এরকমও উপায় রয়েছে যার সাহায্যে আপনি খুব সহজেই আপনাকে ব্লক করেছে এমন কোনও অ্যাকাউন্টের অনলাইন স্টেটাস ও লাস্ট সিন দেখে নিতে পারবেন WhatsApp-এ৷ জেনে নিন এর জন্য কী করতে হবে…


এর জন্য প্রথমেই আপনার ফোনের WhatsApp সেটিংসে গিয়ে নিজের অ্যাকাউন্ট ডিলিট করতে হবে৷ তার পর ফোন থেকে WhatsApp ডিলিট করতে হবে৷ ফোন রিস্টার্ট করে, তারপর Google Play Store থেকে নতুন করে WhatsApp ডাউনলোড করতে হবে৷ তাহলেই আপনি আনব্লক হয়ে যাবেন৷ আর একটি উপায় হল...


Google Play Store থেকে WhatsApp ডাউনলোড করুন।


অ্যাপ্লিকেশনটি ডাউনলোড, ইনস্টল এবং ওপেন করার পর WhatsApp-এ আপনি যে নম্বরটি ট্র্যাক করতে চান তা লিখতে হবে।


এর ফলে আপনাকে কোন নম্বর ব্লক করেছে বা আপনার পরিচিত কেউ আপনাকে উপেক্ষা করছে কিনা, তা জানতে পারবেন সহজেই।


এটি করার পরে আপনাকে মোবাইল নম্বরটিকে একটি নামে সেভ করতে হবে (মনে রাখবেন, এর জন্য যে কোনও নামেই ওই ব্যক্তির নম্বর সেভ করতে পারেন যাঁকে আপনি ট্র্যাক করতে চান)।


আরও পড়ুন: জরুরি দরকারে বাইরে বেরতেই হবে! জেনে নিন কী ভাবে পাবেন লকডাউনের জরুরি পাস


মোবাইল নম্বরটিকে একটি নির্দিষ্ট নামে সেভ করার পর এটি তাত্ক্ষণিক ভাবে সেই নম্বরটিকে নজরদারির তালিকায় রাখবে এবং আপনি সেই ব্যক্তির অনলাইন ক্রিয়াকলাপ ট্র্যাক করতে পারবেন। যখনই ওই নম্বরটি অনলাইন থাকবে এটি 'অনলাইন' দেখাবে এবং এটি ওই ব্যক্তির ‘লাস্ট সিন’ও দেখতে পাবেন আপনি। এই পরিস্থিতিতে আপনি ওই ব্যক্তিকে মেসেজ পাঠাতে চাইলে সেটি অনায়াসেই পাঠাতে পারবেন। ওই ব্যক্তিও আপনার পাঠানো মেসেজ পেয়ে যাবেন আফনাকে WhatsApp-এ ব্লক করা সত্ত্বেও। তবে গোটা ব্যপারটাই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যকর থাকবে।