ওয়েব ডেস্ক: আরও বেশি সংখ্যক গ্রাহকদের কাছে নিজেদের প্রোডাক্ট পৌঁছে দিতে সোনি ইন্ডিয়া তাদের কয়েকটি ফোনের দাম ২১ শতাংশ পর্যন্ত কমিয়ে দিল। কম দামে সেই সমস্ত ফোন ১ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ডেটা চার্জ আরও কমিয়ে দিতে পারে রিলায়েন্স জিও


Xperia X এবং Z5 Premium এই দুটি ফোনের দাম অনেক কমিয়ে দিল সোনি ইন্ডিয়া। Xperia X-এর আসল দাম ৪৮ হাজার ৯৯০ টাকা। কিন্তু ২১ শতাংশ ছাড় দিয়ে এখন এই ফোনটি কিনতে পারবেন ৩৮ হাজার ৯৯০ টাকায়। তেমনই, Xperia Z5 Premium -এর আসল দাম ৫৫ হাজার ৯৯০ টাকা। ছাড় দিয়ে পাওয়া যাবে ৪৭ হাজার ৯৯০ টাকায়। ১ সেপ্টেম্বর থেকে ছাড় দেওয়া দামে পাওয়া যাচ্ছে ফোনদুটি।


আরও পড়ুন সিম কার্ড আপগ্রেডেশনের নতুন নিয়ম