নিজস্ব প্রতিবেদন: Suzuki-এর নতুন ২৫০ সিসি সেগমেন্টের বাইক Gixxer SF 250 নিয়ে বাইকারদের মধ্যে উত্সাহ আর কৌতুহল অনেক দিন ধরেই ছিল। এর মধ্যে রবিবার লঞ্চের আগেই Gixxer SF 250-এর ছবি ফাঁস হয়ে যাওয়ায় সেই উত্সাহ আর কৌতুহল এখন বহুগুণ বেড়ে গিয়েছে। বাজারের ২০০ থেকে ২৫০ সিসি সেগমেন্টের অন্যান্য বাইকগুলির ক্ষেত্রে Suzuki Gixxer SF 250 কড়া চ্যালেঞ্জ হবে বলেই মনে করা হচ্ছে। আসুন এ বার এক নজরে দেখে নেওয়া যাক Suzuki Gixxer SF 250-এর স্পেসিফিকেশন আর দাম...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Suzuki Gixxer SF 250-এর স্পেসিফিকেশন আর দাম:


১) এই বাইকে থাকছে ২৪৯ সিসির সিঙ্গল সিলিন্ডার, অয়েল কুলড, ফুয়েল ইঞ্জেক্টেড ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ২৬ বিএইচপি (bhp) শক্তি আর ২২.৬ এনএম (Nm) টর্ক পাওয়া যাবে।


২) এই বাইকে থাকছে ৬ স্পিড গিয়ার বক্স। সংস্থার দাবি, প্রতি লিটারে ৩৮.৫ কিলোমিটার মাইলেজ দেবে Suzuki Gixxer SF 250।


৩) এই বাইকে থাকছে ১৭ ইঞ্চি ডবল স্পোক অ্যালয় হুইল। ব্রেকিং এবং সুরক্ষায় এই বাইকে রয়েছে ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল এবিএস (ABS)।


৪) Suzuki Gixxer SF 250-এ রয়েছে সম্পূর্ণ এলইডি হেডল্যাম্প এবং টেল লাইট।


৫) এই বাইকে রয়েছে আরামদায়ক স্প্লিট সিট। বাইকটির ওজন ১৬১ কিলোগ্রাম।


৬) ভারতে Suzuki Gixxer SF 250-এর দাম ১ লক্ষ ৭০ হাজার ৬৬৫ টাকা (এক্স-শোরুম, দিল্লি)।