সবচেয়ে বড় সাইবার অ্যাটাক, ৩০০ কোটি Gmail-Hotmail Password লিক
এর পিছনে কোন বড় নেপথ্য কারবার আছে তা ভাবাচ্ছে ওয়াকিবহালমহলকে।
নিজস্ব প্রতিবেদন: Gmail ও Hot Mail-য়ের ৩০০ কোটি পাসওয়ার্ড ফাঁস। এই মুহূর্তে মনে করা হচ্ছে সবচেয়ে বড় সাইবার অ্যাটাক এটি। এত বড় সংখ্যার পাসওয়ার্ড লিক হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ব জুড়ে। এর আগে এত বড় পাসওয়ার্ড লিকের ঘটনা কোনও দিন ঘটেনি।
রিপোর্টে বলা হয়েছে, জালিয়াতদের হাতে প্রায় ৩০০ কোটি মেইলের ব্যক্তিগত তথ্য পৌঁছে যেতে পারে। কারণ, তারা হাতিয়ে নিয়েছে এই বিরাট সংখ্যার পাসওয়ার্ড।
এখন চিন্তার বিষয় হল, প্রায় বহু ইউজারের জিমেইল মারফত বিভিন্ন ডিজিটাল মাধ্যমের সঙ্গে লিঙ্ক করা থাকে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে যাবতীয় কাজে জি-মেইল আইডির সঙ্গে সিঙ্ক্রোনাইজ করা হয়। এক্ষেত্রে মনে করা হচ্ছে, সেই সমস্ত গোপন তথ্য হাতিয়ে নিতে পারে জালিয়াতরা। এর পিছনে কত কারবার আছে, তা ভাবাচ্ছে ওয়াকিবহালমহলকে। অবিলম্বে এই মুহূর্তে পাসওয়ার্ড বদলের পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা।