ওয়েব ডেস্ক: ক্ষমতায় বা প্রতিপত্তিতে আমেরিকা যতই এক নম্বর দেশ হোক, কিন্তু আই ফোনের দামের নিরিখে আমেরিকার স্থান ২৭ নম্বরে। আর যে সব দেশ আমেরিকাকে পেছনে ফলেছে তাদের নাম জানলে আপনার চোখ কপালে উঠবেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চড়া দামের তালিকায় প্রথমেই আছে ব্রাজিল (৯৩১ ডলার), দু'নম্বরে ইন্দোনেশিয়া (৮৬৫ ডলার), তিনে সুইডেন (796 ডলার) আর চারে খোদ ভারত। ভারতীয় বাজারে যার দাম ৭৮৪ মার্কিন ডলার।


প্রসঙ্গত, মাত্র এক বছর আগেই এই দাম ছিল আরও আকাশ ছোঁয়া। যেমন  ব্রাজিলেই ২০১৫-তে আই ফোনের দাম ছিল ১২০০ মার্কিন ডলার। ফলে দাম কমেছে গত বছরের তুলনায় অনেকটাই। কিন্তু তবুও আমারিকার তুলনায় দামটা বেশ খানিকটা বেশী, কারণ মার্কিন মুলুকে যে আই ফোনের দাম মাত্র ৫৯৮ ডলার।


আসুন দেখা যাক এই তালিকার প্রথম দশ:


১)ব্রাজিল – $৯৩১
২)ইন্দোনেশিয়া – $৮৬৫
৩)সুইডেন– $৭৯৬
৪)ভারত – $৭৮৪
৫)ইতালি – $৭৬৬
৬)ডেনমার্ক – $৭৫৪
৭)ফিনল্যান্ড – $৭৪৩
৮)বেলজিয়াম – $৭৩২
৯)নেদারল্যান্ডস – $৭৩২
১০)স্পেন – $৭৩২