নিজস্ব প্রতিবেদন: চলতি বছরে লঞ্চ করা বেশ কিছু জনপ্রিয় মোবাইলের দাম এক ঝটকায় অনেকটাই কমে যাচ্ছে। যদি আপনার মোবাইল হ্যান্ডসেটটি বদলানোর সময় এসে থাকে, তাহলে এখনই জেনে নিন কোন কোন মোবাইলের দাম কমছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: জিও-কে জোর টেক্কা, ভোডাফোন গ্রাহকদের জন্য দারুণ খবর


১. স্যামসাং গ্যালাক্সি এস ৮ ও স্যামসাং গ্যালাক্সি এস ৮+


কয়েক মাস আগেই বাজারে এসেছে মডেল দুটি। এরই মধ্যে অনেকটাই দাম কমিয়ে আনা হল স্যামসাঙের এই দুটি মডেলের। দুটি মডেলের দাম কমেছে যথাক্রমে ৪হাজার টাকা ও ৬ হাজার টাকা।


২. শাওমি রেডমি নোট ৪


শাওমির এই মডেলটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এই মডেলটির থ্রি জিবি র্যাম ও ফোর জিবি র্যাম, দুটি ভ্যারিয়েন্টও রয়েছে। থ্রি জিবি র্যামের মডেলটিরদাম ১ হাজার টাকা কমানো হয়েছে।


৩. স্যামসাং গ্যালাক্সি এ ৭ ও এ ৫


এই দুটি মডেল স্যামসাঙের অত্যন্ত জনপ্রিয় দুটি মডেল। দুটি মডেলের দামই ১০ হাজার টাকা করে কমিয়ে আনা হয়েছে। এখন মডেল দুটির দাম হয়েছে যথাক্রমে ২১ হাজার টাকা ও ১৮ হাজার টাকা।


আরও পড়ুন: ফোল্ডেবল আইফোনের পেটেন্টের আবেদন অ্যাপলের


৪. স্যামসাং গ্যালাক্সি জে ৫ প্রাইম


এই মডেলটির ওপর ১৮০০ টাকা দাম কমিয়ে এনেছে সংস্থা
৫. মটো জি ৫ প্লাস


এই মডেলটির দাম ২ হাজার টাকা কমানো হয়েছে। বর্তমানে এই মডেলটির দাম বর্তমানে ১৫হাজার টাকার কাছাকাছি।