ওয়েব ডেস্ক: আজ রবিবার ৷ তার উপর ফাদার্স ডে৷ অনেকদিন ধরেই বাবাকে একটা ভালো স্মার্টফোন কিনে দেবেন, ভাবছেন? তাহলে আজ দেরি না করে, আজই কিনে ফেলুন


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৷ এই মুহূর্তে বাজার কাঁপানো সেরা ৫টি স্মার্টফোনের হদিশ রইল এখানে৷


 


১) ওয়ান প্লাস 3 (Oneplus 3) : বাজারে আসা এই মোবাইলটিতে রয়েছে লেটেস্ট ফিচার৷ দাম রাখা হয়েছে ২৭ হাজার ৯৯৯ টাকা-



 


২) লেনেভো ZUK Z1 (Lenovo ZUK Z1) : এই মুহূর্তে ট্রেন্ডিং মোবাইলগুলির মধ্যে অন্যতম৷ দামও রয়েছে স্বাধ্যের মধ্যেই৷ মাত্র ১৩ হাজার ৪৯৯ টাকা-



 


৩) রিলায়েন্স LYF আর্থ (Reliance LYF Earth) : ফোনটিতে রয়েছে আপগ্রেডেড 4G সুবিধা ৷ দাম রাখা হয়েছে ১৯ হাজার ৩৯৯ টাকা-




৪) প্যানাসনিক, এলুগা আর্ক, দাম ১২৪৯০ টাকা



৫) সোনি এক্সপেরিয়া X, দাম ৪৮৯৯০ টাকা ৷ পাবেন ফিংগারপ্রিন্ট সেন্সর ও কুইক ইমেজ ক্য়াপচারের সুবিধা


 


এছাড়া মাইক্রোম্যাক্স ক্যানভাস, জিয়াওমি রেডমি নোট 3, HTC ডিসায়ার 626, স্যামসাং গ্যালাক্সি A7 ফোনগুলিও দেখতে পারেন ৷ তাহলে আর দেরি কেন? বিকেলবেলায়


বাবাকে নিয়ে কাছের কোনও মোবাইল শপ-এ গিয়ে তাঁকে এবার সারপ্রাইজ গিফ্টটা দিয়েই ফেলুন ৷