ভারতের বাজার কাঁপাতে আসছে যে স্মার্টফোনগুলি
২০১৬-র দ্বিতীয় ভাগে আরও হাড্ডাহাড্ডি লড়াই লাগতে চলেছে ফোনের বাজারে। নতুন বেশকিছু স্মার্টফোন আসতে চলেছে দেশীয় বাজারে। তারমধ্যে একদিকে যেমন রয়েছে নামীদামী কম্পানি, তেমনই রয়েছে বেশকিছু অনামী কম্পানিও। একঝলকে দেখে নেব নতুন কী কী ফোন আসতে চলেছে ভারতের বাজারে-
ওয়েব ডেস্ক : ২০১৬-র দ্বিতীয় ভাগে আরও হাড্ডাহাড্ডি লড়াই লাগতে চলেছে ফোনের বাজারে। নতুন বেশকিছু স্মার্টফোন আসতে চলেছে দেশীয় বাজারে। তারমধ্যে একদিকে যেমন রয়েছে নামীদামী কম্পানি, তেমনই রয়েছে বেশকিছু অনামী কম্পানিও। একঝলকে দেখে নেব নতুন কী কী ফোন আসতে চলেছে ভারতের বাজারে-
১) জিয়াওমি রেডমি ৩ (২ GB RAM, ৪G কানেকশন, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা)
২) অ্যাসুস জেনফোন ৩ (ফিংগারপ্রিন্ট স্ক্যানার, অ্যানড্রয়েড ৬.০)
৩) স্যামসাং গ্যালাক্সি এ৯ (৩ GB RAM, ৪০০০mAh ব্যাটারি, ৬ ইঞ্চ স্ক্রিন, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা)
আরও পড়ুন, এক মাসেই ৬৫ শতাংশ দাম কমে মোবাইলের!
৪) লেনেভো ফ্যাব ২ (৪ GB RAM, ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা)
৫) কিউই কে ইউ এন ৪ (৪ GB RAM, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা)
৬) স্যামসাং গ্যালাক্সি নোট ৬ (৬ GB RAM)
আরও পড়ুন, এই মুহূর্তে বাজার কাঁপাচ্ছে কোন ৫টি স্মার্টফোন