ওয়েব ডেস্ক: যদি ফটোগ্রাফির পোকা মাথায় থাকে তাহলে নিশ্চই কখনও না কখনও এসএলআর-এর লেন্স স্মার্টফোনে লাগানোর ফন্দি এসেছে। ফটোগ্রাফারের দুর্বার সে স্বপ্ন স্বপ্নই ছিল এতদিন। তবে এবার আর নয়, কারণ স্মার্টফোনের জন্য এসএলআর লেন্স মাউন্ট বানিয়ে ফেলেছে চিনা একটি সংস্থা। এই মাউন্ট ব্যবহার করে যে কোনও স্মার্টফোনে লাগানো যাবে জনপ্রিয় সংস্থাগুলির যে কোনও লেন্স। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চিনের শেনজান প্রদেশের সিনেমাটিকস ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড ফটোগ্রাফির যন্ত্রাংশ তৈরির জন্য বিশেষ খ্যাতি রয়েছে। তারাই তৈরি করেছে এই মাউন্ট। সম্প্রতি লাস ভেগাসে এর প্রদর্শনীতে এই মাউন্টের কেরামতিও দেখিয়েছে সংস্থা। 


নির্মাতাদের তরফে জানানো হয়েছে, ক্যানন EF, নিকন F ও সোনি E লেন্স ব্যবহার করা যাবে এই মাউন্ট ব্যবহার করে। 


২৫১ টাকায় এবার ১০২ জিবি ডেটা দিচ্ছে জিও!


আন্তর্জাতিক ছায়াছবি নির্মাতাদের মতে, দিন দিন স্মার্টফোন ব্যবহার করে পেশাদারি ছবি তোলার প্রবণতা বাড়ছে। সেক্ষেত্রে বিশেষ কার্যকরী হবে এই প্রযুক্তি। 


তবে এই মাউন্টের দাম কত হতে পারে সেব্যাপারে সংস্থার তরফে কিছু জানানো হয়নি।