সারাদিন তো খুব ফেসবুক ব্যবহার করছেন। কিন্তু এমন কিছু পরিসংখ্যান যা অবাক করে দেবে। এমন কিছু পরিসংখ্যান নিয়ে এক নজরে--


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) ছেলেদের থেকে মেয়েরা ফেসবুক বেশি ব্যবহার করে। ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ৫৬ শতাংশ মহিলা, ৪৪ শতাংশ পুরুষ। (সূত্র-ব্র্যান্ডওয়াচ)



২) গোটা বিশ্বে ফেসবুক সবচেয়ে বেশি ব্যবহার হয় বুধবার দুপুর একটা থেকে তিনটের মধ্যে।



৩) প্রতি সেকেন্ডে ফেসবুকে পাঁচটা নতুন প্রোফাইল তৈরি হচ্ছে।


 


৪)  ফেসবুক সবচেয়ে বেশি ব্যবহার করে ২৫ থেকে ৩৪ বছরের মানুষ। ফেসবুকে এই বয়স বৃত্তের ২৯.৭ শতাংশ ব্যবহারকারী আছেন।


৫) ফেসবুকের ৬০ শতাংশ মোবাইলের মাধ্যমেই এই সাইট অ্যাকসেস বা ব্যবহার করেন। সংখ্যাটা প্রতি বছর ২৩ শতাংশ করে


৬) ফেসবুকে প্রায় ৮ কোটি ৩০ লক্ষের মত ফেক বা ভুয়ো প্রোফাইল আছে।



৭) ফেসবুকে প্রতিদিন ৩০ কোটি ছবি আপলোড করা হয়। প্রতি মিনিটে ৫১০টা কমেন্ট পোস্ট হয়, ২ লক্ষ ৯৩ হাজার স্ট্যাটাস আপটেড হয়। প্রতি মিনিটে ১ লক্ষ ফ্রেন্ড রিক্যুয়েস্ট পাঠানো হয়।


৮) ফেসবুকে সবচেয়ে বেশি অ্যাকটিভ ইউজার থাকে কানাডায়।


৯)  প্রতি দিন একজন ফেসবুক ব্যবহারকারী গড়ে ২০ মিনিট এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করেন। ফেসবুকের মাধ্যমে প্রতিদিন ২ কোটি অ্যাপস ইনস্টল করা হয়।


১০) ফেসবুকে মোট ৪,৬১৯জন কর্মচারী কাজ করেন। ২০১৪ সালে ফেসবুকের মোট মুনাফা করেছিল ১২,৪৬৬,০০০,০০০ মার্কিন ডলার।