দিনে এক জিবি করেই ইন্টারনেট, ৩০১ টাকায় মাসে ৬ জিবি
ওয়েলকাম অফার শেষ হলেই ফ্রি পরিষেবা উঠে যাবে রিলায়েন্সের জিও সিমে থেকে, ইঙ্গিত ছিল আগেই, এবার এমনটাই হতে চলেছে। পরিষেবা অনুযায়ী জিও ব্যবহারকারীদের রিচার্জ করে নিতে হবে, তবেই মিলবে ইন্টারনেট পরিষেবা। ২৪ ঘণ্টার মধ্যে গ্রাহক চাইলেই আর যতখুশি ইন্টারনেট পরিষেবা পাবে না। দিনপ্রতি ১জিবি ইন্টারনেট ব্যবহার করারই ছাড় পাওয়া যাবে জিও-তে। ৪জি ডেটা ব্যবহার করার জন্য মুকেশ আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স কেবল মাত্র জিও পরিষেবার জন্য নিয়ে এসছে নতুন প্ল্যান। ২৮ দিন পর্যন্ত ৬জিবি ইন্টারনেট পরিষেবা পেতে হল গ্রাহককে ৩০১ টাকা দিয়ে রিচার্জ করাতে হবে। কোনও গ্রাহক যদি একদিন ১জিবি ইন্টারনেট ব্যবহার করার জন্য রিচার্জ করাতে চান তাহলে কেবল ৫১ টাকা দিয়ে রিচার্জ করালেই হবে। একজন জিও গ্রাহক মাই জিও অ্যাপ থেকেই খুব সহজে রিচার্জ করে নিতে পারেন। দিনে এক জিবি ডেটার পরিষেবার থেকে বেশি ডেটা ব্যবহার করতে হলে এই `অ্যাড অন প্যাক`-প্যাকই ব্যবহার করতে হবে গ্রাহকদের।