ওয়েব ডেস্ক: সারা বছর অনেক স্মার্টফোনই বাজারে এসেছে। বছর জুড়ে লঞ্চ করেছে একের পর এক অত্যাধুনিক মোবাইল। এসেছে নতুন নতুন ফিচার্স। তবে তার মধ্যে যে ৫টি স্মার্টফোন সবথেকে সেরা হয়েছে, সেগুলি দেখে নিন-
১) স্যামসঙ গ্যালাক্সি S7 edge-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


স্যামসঙই সেই মোবাইল কোম্পানি, যারা প্রথম আমাদের দেশে স্মার্টফোন নিয়ে এসেছিল। ২০১৬ সালে স্যামসঙ অনেক স্মার্টফোনই বাজারে এনেছে। তার মধ্যে সেরা হল স্যামসঙ গ্যালাক্সি S7 edge। বছরে সবথেকে বেশি চাহিদা ছিল এই ফোনটিরই।
ফোনটির ফিচার্সগুলি হল-
৫.৫০ ইঞ্চি ডিসপ্লে।
১.৬GHz অক্টা কোর প্রসেসর।
৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
১৪৪০*২৫৬০ পিক্সেল রেজলিউশন।
4GB RAM।
অপারেটিং সিস্টেম- অ্যান্ড্রয়েড ৬.০।
৩২ জিবি স্টোরেজ।
১২ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা।
ব্যাটারি ক্যাপাসিটি ৩৬০০mAH।
ফোনটির দাম ৪৯ হাজার ৯৯৯ টাকা থেকে ৫০ হাজার ৯৯০ টাকার মধ্যে। ফোনটির রঙের পার্থক্যের জন্যই দামের তফাত্‌ রয়েছে।


২) গুগল পিক্সেল-



বাজারে লঞ্চ হওয়া গুগলের স্মার্টফোনগুলির মধ্যে এই বছর সবথেকে বেশি চলেছে গুগল পিক্সেল ফোনটি। ফোনটির অসাধারণ সমস্ত ফিচার্স, ব্যবহারে সুবিধাই মানুষ সবথেকে বেশি পছন্দ করেছে। ফোনটির দাম সামান্য বেশি হলেও, ফোনটির সমস্ত ফিচার্সই অসাধারণ। অক্টোবরে লঞ্চ করে গুগল পিক্সেল।
দেখে নিন গুগল পিক্সেলের ফিচার্সগুলি-
৫.০০ ইঞ্চি ডিসপ্লে।
১.৬GHz কোয়াডকোর প্রসেসর।
৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
১০৮০*১৯২০ পিক্সেল রেজলিউশন।
4GB RAM।
অপারেটিং সিস্টেম- অ্যান্ড্রয়েড ৭.১।
৩২ জিবি স্টোরেজ।
১২.৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা।
ব্যাটারি ক্যাপাসিটি ২৭৭০ mAH।
দাম- ৫৬ হাজার ৮৭০ থেকে ৫৬ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত। ফোনটির রঙের পার্থক্যের জন্যই দামের তফাত্‌ রয়েছে।


৩) অ্যাপেল আইফোন ৭-



অ্যাপেলের স্মার্টফোন মানেই তা হাই-ফাই। দাম অন্যান্য স্মার্টফোনের তুলনায় বেশি হলেও, মানুষ আইফোন খুবই পছন্দ করেন। এই বছর সেপ্টেম্বরেই ভারতে লঞ্চ করে আইফোন ৭।
দেখে নিন অ্যাপেল আইফোন ৭-এর ফিচার্সগুলি-
৪.৭০ ইঞ্চি ডিসপ্লে।
কোয়াডকোর প্রসেসর।
৭ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
৭৫০*১৩৩৪ পিক্সেল রেজলিউশন।
২ GB RAM।
অপারেটিং সিস্টেম- iOS 10।
৩২জিবি স্টোরেজ।
১২ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা।
ব্যাটারি ক্যাপাসিটি ১৯৬০ mAH।
দাম- ৫৫ হাজার ৯৫০ টাকা।


৪) স্যামসঙ গ্যালাক্সি S7-



বছরের শুরুর দিকে ফেব্রুয়ারিতে লঞ্চ করে স্যামসঙ গ্যালাক্সি S7। যদিও স্যামসঙের একটা বদনাম আছে যে, স্মার্টফোনগুলি খুব হ্যাং হয়ে যায়। তবুও এসব কিছুর পরেও স্যামসঙের চাহিদা কিন্তু এতটুকুও কমেনি।
দেখে নিন স্যামসঙ গ্যালাক্সি S7-এর ফিচার্সগুলি-
৫.১০ ইঞ্চি ডিসপ্লে।
১.৬GHz অক্টাকোর প্রসেসর।
৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
১৪৪০*২৫৬০ পিক্সেল রেজলিউশন।
4GB RAM।
অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৬.০।
৩২ জিবি স্টোরেজ।
১২ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা।
ব্যাটারি ক্যাপাসিটি ৩০০০ mAH।
দাম- ৪১ হাজার ৪৫০ টাকা।


৫) অ্যাপেল আইফোন ৭ প্লাস-



সেপ্টেম্বরে লঞ্চ করে অ্যাপেল আইফোন ৭ প্লাস। নতুন নতুন অনেক ফিচার্স নিয়ে লঞ্চ হয় এই স্মার্টফোনটি।
দেখে নিন আইফোন ৭ প্লাসের ফিচার্সগুলি-
৫.৫০ ইঞ্চি ডিসপ্লে।
কোয়াডকোর প্রসেসর।
৭ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
১০৮০*১৯২০ পিক্সেল রেজলিউশন।
৩ GB RAM।
অপারেটিং সিস্টেম- iOS 10।
৩২ জিবি স্টোরেজ।
১২ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা।
ব্যাটারি ক্যাপাসিটি ২৯০০ mAH।
দাম- ৭০ হাজার ৪৪০ টাকা।