ওয়েব ডেস্ক: তাঁর ধুনের তানাবানা এক সুতোয় বেঁধেছে গোটা হিন্দুস্তানকে। স্বাধীনতার প্রথম প্রহরে তাঁর সানাই মনে করিয়েছে ভারতের গঙ্গা-যমুনা সভ্যতার ঐতিহ্য। বিসমিল্লা খাঁকে জন্মদিনে ডুডলে স্মরণ করল গুগল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গুগলের হোম পেইজে ওই ডুডলে দেখা যাচ্ছে সানাইবাদনরত বিসমিল্লাকে। সানাইয়েক সুরকে রসির আকারে দেখানো হয়েছে সেখানে। সেই রসিই বেঁধে রখেছে গুগলের অক্ষর গুলিকে। পিছন থেকে শিল্পীর উপর এসে পড়েছে আলো। সেই আলো-আঁধারিতে স্পষ্ট বিসমিল্লার পিছনে মুঘল শিল্পকলা।


আরও পড়ুন - টিম রাহুল দলের দায়িত্ব নেওয়ার আগেই পদ ছাড়ছেন কংগ্রেসের একাধিক শীর্ষনেতা


১৯১৬ সালের ২১ মাস বিহারের বক্সার জেলায় জন্মেছিলেন বিসমিল্লা খাঁ। ২০০৬ সালে ৯০ বছর বয়সে প্রয়ান হয় তাঁর। বিহারে জন্ম হলেও তাঁর তালিম ও পেশাদারি জীবন কাটে বানারসিতে। মার্গসঙ্গীতের ধারায় সানাইবাদন জনপ্রিয় হয় তাঁর হাত ধরেই। ১০২তম জন্মদিনে বারবার মনে পড়ে বিসমিল্লা খাঁ-কে।