আয়কর দফতরের ই-ফাইলিং ওয়েবসাইটের সঙ্গে আধার যুক্ত করে নিতে পারলে এখন তা লাভজনক হতে পারে আপনার জন্য। ইনকাম ট্যাক্স রিটার্নকে (ITR) আরও সহজ করার জন্য আয়কর প্রদানকারী ব্যাক্তিরা ব্যবহার করতে পারেন আধার নির্ভরশীল ই-ভেরিফিকেশন প্রক্রিয়াটি। ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আধার কার্ডের ১২ অঙ্কের নম্বরটির ব্যবহার বাধ্যতামূলক করেছেন। ইতিমধ্যেই ট্যুইটারে এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে ‘ডিজিটাল ইন্ডিয়া’র পক্ষ থেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: অনলাইন শপিংয়ে টাকা বাঁচাতে চান? জেনে নিন উপায়


আয়কর দফতরের ই-ফাইলিং ওয়েবসাইটের সঙ্গে আধার যুক্ত করলে কী কী সুবিধা পাওয়া যাবে?


• আয়কর প্রদানকারীরা রিফান্ড, ফর্ম ইত্যাদি একাধিক বিষয়ে তথ্য আধার OTP ব্যবহার করেই যাচাই করে নিতে পারবেন।


• আধার OTP ব্যবহারের ফলে ই-ফাইলিং-এর তথ্য আরও বেশি সুরক্ষিত হবে।


আরও পড়ুন: জানেন অ্যান্টিভাইরাস ছাড়াই কী ভাবে কম্পিউটারকে Malware মুক্ত রাখা যায়?


এ বার জেনে নেওয়া যাক আধার কার্ড ব্যবহার করে অনলাইনে ‘ইনকাম ট্যাক্স রিটার্ন’ সংক্রান্ত তথ্য যাচাই করবেন কী করে:—


• প্রথমে আয়কর দফতরের ই-ফাইলিং ওয়েবসাইটে লগ-ইন করুন।


• এরপর আধার লিঙ্কে ক্লিক করুন।


• আপনার প্যান, আধার নম্বর-সহ প্রয়োজনীয় তথ্যগুলি দিয়ে দিন৷


• ‘লিঙ্ক আধার’ অপশনে ক্লিক করুন।


আরও পড়ুন: ছাদ, দরজাওয়ালা চার চাকা অটোরিকসকে ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার


• আয়কর দফতরের ই-ফাইলিং ওয়েবসাইটে ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) আপলোড করুন।


• এ বার আধার নম্বরের সঙ্গে রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) পাবেন।


• মোবাইলে পাওয়া ওটিপি-র নম্বরটি ওয়েবসাইটের নির্দিষ্ট স্থানে এন্টার করে সাবমিট করুন।


• সব ঠিকঠাক থাকলে গ্রাহক মোবাইলে ‘রিটার্ন সাক্সেসফুলি ই-ভেরিফায়েড’-এই ম্যাসেজটি পাবেন।