নিজস্ব প্রতিবেদন: দেশের টেলিকম বাজারে মুকেশ আম্বানির Jio-র সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য দেশের দুটি টেলিকম সংস্থা Idea Cellular ও Vodafone জুড়ে এক হয়ে গিয়েছে আগেই। একাধিক পরিসংখ্যান আর সংখ্যার হিসেবের বিচারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিকম বাজার ভারত। আর এই মুহুর্তে ভারতের টেলিকম বাজারের ৪০ শতাংশ Idea Cellular ও Vodafone-এর দখলে রয়েছে। এই দুই সংস্থার গ্রাহক মিলিয়ে মোট গ্রাহক সংখ্যা প্রায় ৪০ কোটি। জিওকে টেক্কা দিতে ফের গ্রাহকদের জন্য ধামাকাদার অফার নিয়ে হাজির হল Vodafone। এ বার মাত্র ৯৯ টাকায় Vodafone প্রিপেড গ্রাহকরা পাবেন ভয়েস আনলিমিডেট কলিংয়ের সুবিধা। ৯৯ টাকার এই প্ল্যানটিতে আনলিমিডেট লোকাল, এসটিডি, রোমিং কলের সুযোগ থাকছে। প্ল্যানটির বৈধতা ২৮ দিন।


৯৯ টাকার প্ল্যান ছাড়াও Vodafone নিয়ে এসেছে আর একটি সস্তা প্ল্যান। ১০৯ টাকা রিচার্জ করলে Vodafone প্রিপেড গ্রাহকরা প্রতিদিন ১ জিবি করে হাইস্পিড ডেটা ব্যবহার করতে পারবেন৷ এ ছাড়াও প্রতিদিন ২৫০ মিনিট করে টকটাইম এবং সপ্তাহে ১০০০ মিনিট ফ্রি কলিং করতে পারবেন প্রিপেড গ্রাহকরা। ভোডাফোন অ্যাপ বা ওয়েবসাইট, পেটিএম বা মোবিকুইকের মাধ্যমেও রিচার্জ করা যাবে।