ওয়েব ডেস্ক: আপনার হাতের ফোনটি ছাড়া আপনি এক মুহূর্তও চলতে পারেন না। ঠিক কথা। কিন্তু ফোনটির ক্ষেত্রে আপনাকে যে সমস্যায় হামেশাই পড়তে হয় তাহলো, যে ফোনের চার্জ শেষ। সেক্ষেত্রে সবসময় তো আপনি আপনার বাড়িতেও থাকেন না যে, টুক করে চার্জে বসিয়ে নেবেন। আপনি সেই মুহূর্তে যে জায়গায় রয়েছেন, সেখানে চার্জে দেওয়ার ব্যবস্থাও তো থাকতে হবে। মানে প্লাগ পয়েন্ট থাকতে হবে অবশ্যই। দ্বিতীয়ত, আপনাকে সবসময় আপনার ফোনের চার্জার 'ক্যারি' করতে হবে। কিন্তু সেটাও তো সবসময় আপনার পক্ষে সম্ভব নয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তাহলে আপনি করবেনটা কী! খুব সহজ। আপনাকে আপনার পকেটে বা ব্যাগে একটা পাতিলেবু রাখতে হবে শুধু। ব্যাস, তাহলেই ফোনের চার্জ নিয়ে আপনাকে আর কোনও চিন্তা করতে হবে না। আপনি সেই পাতিলেবুটাকে দুটুকরো করবেন আর ওই লেবুর অংশটায় আপনার চার্জারটা ছোঁয়াবেন। দেখবেন, কত তাড়াতাড়ি আপনার মোবাইল ফোনটি চার্জ হয়ে গেল। এটা পড়ার পর, নিজের বাড়িতেই একবার ট্রাই করে নিন। দেখবেন, বিষয়টা কতটা সত্যি!তার আগে ভিডিওতে দেখেও নিন।