নিজস্ব প্রতিবেদন: বিক্রি শুরু হল Vivo-এর নতুন স্মার্টফোন U10-এর। Amazon ও Vivo-এর ই-স্টোরে বিক্রি শুরু হয়েছে Vivo U10-এর। চলতি সপ্তাহের মঙ্গলবার প্রকাশ্যে এসেছিল Vivo U10। দীর্ঘস্থায়ী ব্যাটারি, শক্তিশালী প্রসেসর এবং ট্রিপল রিয়ার ক্যামেরা, স্মার্টফোনের বাজারে নিজেদের এগিয়ে রাখতে কোনও প্রচেষ্টাই বাকি রাখেনি Vivo।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইলেকট্রিক ব্লু ও থান্ডার ব্ল্যাক দুই ধরনের কালার অপশন থাকছে এই স্মার্টফোনে। বাজারে ট্রেন্ডের সঙ্গে খাপ খাইয়ে রাখা হয়েছে গ্রেডিয়েন্ট ফিনিশ।


Vivo U10-এর স্পেসিফিকেশন আর দাম:


১) ৬.৩৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও অনেকটাই বেশি। থাকছে ডিউ ড্রপ নচ। রেজোলিউশন ৭২০x১৫৪৪ পিক্সেল।


২) ৩ জিবি RAM + ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ, ৩ জিবি RAM + ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ এবং ৪ জিবি RAM + ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ অপশনে পাওয়া যাবে Vivo U10। থাকছে Qualcomm Snapdragon 665 SoC চিপসেট।


৩) Android 9 Pie অপারেটিং সিস্টেম থাকছে।


আরও পড়ুন: অক্টোবরেই বাজারে আসছে Huawei-এর ফোল্ডেবল স্ক্রিনের ফোন Mate X


৪) ১৩ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ট্রিপেল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফির জন্য থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা সেনসর।


৫) ফোনের পিছনের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।


৬) ৩ জিবি RAM + ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজের দাম ৮,৯৯০ টাকা।


৩ জিবি RAM + ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজের দাম ৯,৯৯০ টাকা।


৪ জিবি RAM + ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজের দাম ১০,৯৯০ টাকা।


রবিবার থেকে Amazon ও Vivo-এর অফিশিয়াল সাইট থেকে কেনা যাবে Vivo U10।