নিজস্ব প্রতিবেদন: রিলায়েন্স জিও আসার পর থেকে টেলিকম দুনিয়ায় রীতিমতো প্রতিযোগিতার ঝড় বইয়ে শুরু হয়ে গিয়েছে। টেলিকম অপারেটরগুলি একে অপরকে টেক্কা দেওয়ার জন্য কম খরচে দারুণ দারুণ অফার নিয়ে আসতে শুরু করেছে। 4G VoLTE পরিষেবাও নিয়ে এসেছে জিও। এবার 4G VoLTE পরিষেবায় জিওকে টেক্কা দিতে ময়দানে নেমে পড়েছে ভোডাফোন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : কবে লঞ্চ করবে Samsung Galaxy On7 Prime? জেনে নিন


গত মাসেই ভোডাফোনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে তারা জানুয়ারিতেই দেখে 4G VoLTE পরিষেবা চালু করার পরিকল্পনা করছে। শুধু তাই নয়, ভোডাফোনের 4G VoLTE পরিষেবা শুরু হবে গুজরাট থেকে। তেমনই গুজরাটে ভোডাফোনের 4G VoLTE পরিষেবা শুরুও হয়ে গিয়েছে। এবার এই পরিষেবা গুজরাটের পাশাপাশি মুম্বই, দিল্লি, গুজরাট, কর্নাটক এবং কলকাতাতেও শুরু করতে চলেছে ভোডাফোন।


আরও পড়ুন : গ্রাহদের জন্য অভিনব পরিষেবা এয়ারটেলের