ওয়েব ডেস্ক: 4G-র বাজার ধরতে এবার কোম বেঁধে মাঠে নামতে চলেছে টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা ভোডাফোন। সেজন্য ফ্লিপকার্টের সঙ্গে জোট বেঁধে ৯৯৯ টাকায় স্মার্টফোন বিক্রি শুরু করল সংস্থাটি। ২৪ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত ফ্লিপকার্টে মিলবে এই ফোন। তবে ফোনটি কিনতে ভোডাফোন স্টোরে গেলে কিন্তু হতাশ হতে হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - বছরভর ১৫টা লম্বা উইকএন্ড, কবে কবে দেখে নিয়ে বসে পড়ুন বেড়ানোর প্ল্যান করতে


ফ্লিপকার্টে Micromax, iVOOMi, Xolo, Intex, Swipe, Yu ও Alcatel-এর ফোনে বিশেষ ছাড় মিলছে। ভোডাফোনের সৌজন্যে মিলছে এই ছাড়। ফোনের দামের ওপর মোট ২,০০০ টাকা ছাড় দিচ্ছে ভোডাফোন। সেজন্য আপনাকে ভোডাফোন গ্রাহক হতেই হবে। ২,৯৯৯ টাকায় ফোন কিনে তা অ্যাক্টিভেট করিয়ে প্রতি মাসে ১৫০ টাকা করে রিচার্জ করাতে হবে। এভাবে ১৮ মাস রিচার্জ করালে ৯০০ টাকা ক্যাশব্যাক মিলবে। ফের ১৮ মাস ১৫০ টাকা করে রিচার্জ করাতে হবে আপনাকে। এর পল মিলবে ১,১০০ টাকা ক্যাশব্যাক।


ক্যাশব্যাক পাওয়ার জন্য ফোনে ভোডাফোনের মোবাইল ওয়ালেট mPesa থাকা বাধ্যতামূলক।