ভোডাফোনের সঙ্গে আইডিয়ার গাঁটছড়া!
টেলিকম জগতে হাইপ্রোফাইল ম্যারেজ। আইডিয়ার সঙ্গে জুড়তে পারে ভোডাফোন। ব্রিটিশ টেলিকম জায়েন্ট ভোডাফোনের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের ভারতীয় শাখার সঙ্গে আইডিয়া সেলুলার কর্তৃপক্ষের কথাবার্তা চলছে। এই খবর প্রচার হতেই আইডিয়ার শেয়ারের দাম ২৬ শতাংশের বেশি বেড়ে যায়। তবে হঠাত্ জুড়ে যাওয়ার সিদ্ধান্ত নাকি দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে তা এখনও স্পষ্ট হয়নি। এই সংযুক্তিকরণের পিছনে রিলায়েন্স জিও-র ঈর্ষনীয় উত্থানকেও কারণ হিসেবে দেখছেন কেউ কেউ। বিশেষজ্ঞরা বলছেন, ভোডাফোন ও আইডিয়া জুড়ে গেলে সেই কোম্পানিই হবে ভারতীয় বাজারে একনম্বর টেলিকম সংস্থা। এখন সুনীল মিত্তলের ভারতী এয়ারটেল দেশের একনম্বর টেলিকম সংস্থা। আরও পড়ুন- এবার হোয়াটস অ্যাপে টাইপ না করেই চ্যাট করুন!
ওয়েব ডেস্ক: টেলিকম জগতে হাইপ্রোফাইল ম্যারেজ। আইডিয়ার সঙ্গে জুড়তে পারে ভোডাফোন। ব্রিটিশ টেলিকম জায়েন্ট ভোডাফোনের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের ভারতীয় শাখার সঙ্গে আইডিয়া সেলুলার কর্তৃপক্ষের কথাবার্তা চলছে। এই খবর প্রচার হতেই আইডিয়ার শেয়ারের দাম ২৬ শতাংশের বেশি বেড়ে যায়। তবে হঠাত্ জুড়ে যাওয়ার সিদ্ধান্ত নাকি দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে তা এখনও স্পষ্ট হয়নি। এই সংযুক্তিকরণের পিছনে রিলায়েন্স জিও-র ঈর্ষনীয় উত্থানকেও কারণ হিসেবে দেখছেন কেউ কেউ। বিশেষজ্ঞরা বলছেন, ভোডাফোন ও আইডিয়া জুড়ে গেলে সেই কোম্পানিই হবে ভারতীয় বাজারে একনম্বর টেলিকম সংস্থা। এখন সুনীল মিত্তলের ভারতী এয়ারটেল দেশের একনম্বর টেলিকম সংস্থা। আরও পড়ুন- এবার হোয়াটস অ্যাপে টাইপ না করেই চ্যাট করুন!