নিজস্ব প্রতিবেদন: ভারতের টেলিকম বাজারে টিকে থাকার জন্য বিপুল পরিমাণে দাম বাড়াচ্ছে vodafone Idea। ১ এপ্রিল থেকেই কার্যকর হচ্ছে vodafone-এর নতুন ট্যারিফ। এখনও কেন্দ্রকে ৫৩,০০০ কোটি টাকা দেওয়া বাকি রয়েছে সংস্থার। তাই দাম বাড়ানোর পথেই হাঁটছে সংস্থা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গ্রাহককে প্রতি জিবি ডেটা ব্যবহার করতে অন্তত ৩৫ টাকা খরচ করতে হবে। বর্তমানে vodafone Idea-র গ্রাহকেরা প্রতি জিবি ডেটার জন্য ৪-৫ টাকা খরচ করেন। আনলিমিটেড ভয়েস কলের দিনও ফুরোচ্ছে vodafone Idea-র গ্রাহকদের জন্য। ভয়েস কলের জন্য ১ এপ্রিল থেকে ৬ পয়সা প্রতি মিনিট করে খরচ গুণতে হবে গ্রাহকদের।


আরও পড়ুন: ভারতে লঞ্চেই আগেই ফাঁস হল Vivo V19-এর স্পেসিফিকেশন


যে সমস্ত গ্রাহকেরা প্রিপেড কানেকশন ব্যবহার করেন তাঁদের কানেকশন ব্যবহারের জন্য প্রতি মাসে ৫০ টাকা করে শুল্ক দেওয়ার আবেদন জানিয়েছে vodafone Idea।