ওয়েব ডেস্ক : জিওর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই। মাটি কামড়ে টিকে থাকতে হবে দেশের টেলিকম বাজারে। জিওর একের পর এক মাস্টার প্ল্যানের দিকে ছুটছে গ্রাহকরা। একদিকে যেমন নতুন গ্রাহক সংখ্যা কমেছে, তেমনই গোদের উপর বিষফোঁড়ার মত রয়েছে পোর্টিং। ঘুম ছুটেছে বড় টেলিকম সংস্থাগুলির। গ্রাহক ধরে রাখতে এবার তাই ভোদডাফোনের দুর্দান্ত সিদ্ধান্ত। 4G ডেটার দাম ৫০ শতাংশ কমিয়ে দিচ্ছে ভোডাফোন। অন্যভাবে বলা যায়, এখন থেকে আগের দামেই ডবল 4G ডেটা পরিষেবা দেবে ভোডাফোন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংস্থার তরফে জানানো হয়েছে, "ভোডাফোনের সকল বর্তমান 4G প্রিপেইড গ্রাহকেরা ২৫৫ টাকার উপর সমস্ত ডেটা প্যাকের এই 'ডবল ডেটা' অফার উপভোগ করতে পারবে।" এরফলে এখন থেকে ২৫৫ টাকায় পাওয়া যাবে ২জিবি 4G ডেটা। ৪৫৯ টাকার প্ল্যানে পাওয়া যাবে ৬জিবি ডেটা, ৫৫৯ টাকায় মিলবে ৮জিবি ডেটা। ৯৯৯ টাকায় পাওয়া যাবে ২০জিবি 4G ডেটা এবং ১৯৯৯ টাকায় মিলবে ৪০জিবি 4G ডেটা। সব প্ল্যানেরই ভ্যালিডিটি পিরিয়ড ২৮ দিন।


 আরও পড়ুন, #গো ক্যাশলেস, এবার করুন ইন্টারনেট ছাড়াই পেটিএম!