ওয়েব ডেস্ক: ভোডাফোন ইন্ডিয়া। ভারতের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর সাবস্ক্রাইবার। একদিকে যখন রিলায়েন্স জিও একের পর এক দারুন ডেটা প্ল্যান লঞ্চ করছে, তখন সেই প্রতিযোগিতায় পিছিয়ে নেই ভোডাফোনও। তারাও নতুন ডেটা প্ল্যান নিয়ে এল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সুরাটে 4G সার্ভিসেস লঞ্চ করল ভোডাফোন। মাত্র ৮ টাকায় পাওয়া যাবে 30 MB ডেটা। পুরো গুজরাটে আগামি কয়েক মাসের মধ্যে এই পরিষেবা পাওয়া যাবে। গুজরাটে 4G সার্ভিস লঞ্চ করার সঙ্গে সঙ্গে তারা নতুন ডেটা ট্যারিফ প্ল্যানও ঘোষণা করেছে। যা শুরু হচ্ছে মাত্র ৮ টাকা থেকে।


গুজরাটে 4G সার্ভিস চালু করার প্রসঙ্গে ভোডাফোনের পক্ষ থেকে জানা গিয়েছে, গ্রাহকেরা এতে অনেক বেশি উপকৃত হবেন অন্যান্য সার্ভিস প্রোভাইডরদের পরিষেবার তুলনায়। 1GB ডেটায় তাঁরা দ্বিগুন সুবিধা পাবেন। আনলিমিটেড ভোডাফোন টু ভোডাফোন ফ্রি কলিং করতে পারবেন। গুজরাটের মতো এই সুবিধা আগামিদিনে কেরল, কর্নাটক, কলকাতা, দিল্লি, মুম্বই, হরিয়াণা এবং উত্তরপ্রদেশেও চালু হতে চলেছে।