ওয়েব ডেস্ক: হোয়াটস অ্যাপের একই ফিচার্স ব্যবহার করতে করতে একঘেয়ে হয়ে গিয়েছেন? তাহলে আপনার একঘেয়েমি কাটাতে হোয়াটস অ্যাপ নিয়ে এসেছে নতুন নতুন বেশ কয়েকটি ফিচার্স। এবার থেকে আপনি হোয়াটস অ্যাপে ছবি এবং ভিডিওতে যেকোনও কিছু লিখতে পারবেন এবং সেই সঙ্গে ইমোজিরও ব্যবহার করতে পারবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিন্তু কীভাবে পাবেন এই ফিচার্সগুলি?


যখন কোনও হোয়াটস অ্যাপ ব্যবহারকারী কোনও ছবি বা ভিডিও তুলবেন, তখন তিনি নিজে থেকেই নতুন এই ফিচার্সের অপশন পাবেন। এছাড়া হোয়াটস অ্যাপ ক্যামেরা ফিচার্স আপনাকে ফ্রন্ট ফেসিং ফ্লাশ ব্যবহারের সুবিধা দিচ্ছে। যার মাধ্যমে আপনি একদম নিখুঁত ছবি তুলতে পারবেন। কম আলো হোক কিংবা বেশি, যেকোনও সময়ে তোলা ছবিই এখন হোয়াটস অ্যাপে একদম পারফেক্ট।


হোয়াটস অ্যাপের এই ফিচার্সগুলি অ্যান্ড্রয়েড এবং আইফোন ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন।


আরও পড়ুন খারাপ ক্যাপ্টেনরা কীভাবে কত প্রতিভাবান মানুষের জীবনটা নষ্ট করে দেয়